বিদ্যালয়ে অবৈধ পরিচালনা কমিটি গঠনের বিরুদ্ধে মামলা

দিনাজপুর প্রতিনিধি

 চক হরিদাসপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিরুল ইসলাম অবৈধভাবে বিদ্যালয় পরিচালনা কমিটি গঠনের বিরুদ্ধে আদালতে ১২ জনকে বিবাদী করে ছাত্র/ছাত্রীদের অভিভাবক মোঃ ইউনুস আলী বাদী হয়ে মামলা দায়ের করেন।

বিরামপুর উপজেলার চকহরিদাসপুর গ্রামের মৃত ইদ্রিস আলীর পুত্র মোঃ ইউনুস আলী গত ২৭/০৪/২০২২ ইং তারিখে জেলা দিনাজপুর বিজ্ঞ বিরামপুর সহকারী জজ আদালতে দায়েরকৃত মামলা সূত্রে জানা যায় যে,

বিগত কয়েক বছর হতে বর্তমান প্রধান শিক্ষক মোঃ আমিরুল ইসলাম ব্যক্তিগত স্বার্থ হাসিল করার জন্য এবং আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য তার মনোনীত নিজস্ব ব্যক্তিদের নাম ব্যবহার করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নীতিমালা এবং নির্দেশ অমান্য করে অতিগোপনে মূল বিবাদীর নাম উল্লেখ করে মনগড়া ম্যানেজিং কমিটি গঠন করার জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরে কমিটি প্রেরণ করেন।

কমিটির বিষয়টি অতি গোপন রেখেছেন। চক হরিদাসপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ম্যানেজিং কমিটি গঠন করার জন্য কোন বিজ্ঞপ্তি প্রকাশ করেননি। এমনকি বিদ্যালয়ের নোটিশ বোর্ডেও কোন নোটিশ টাঙ্গানো হয়নি। ভোটের ব্যবস্থা করা হয়নি। ছাত্র- ছাত্রীদের অভিভাবক স্থানীয় কোন গণ্যমান্য ব্যক্তিদ্বারা ম্যানেজিং কমিটি গঠন করার ব্যবস্থাও করেননি ঐ প্রধান শিক্ষক।

প্রধান শিক্ষক মোঃ আমিরুল ইসলাম অতি গোপনে তার অনুসারী ব্যক্তিদের নাম ব্যবহার করে গত ১৫/০৩/২০২২ ইং তারিখে একটি কমিটি গঠন করে অনুমোদনের জন্য শিক্ষা বোর্ড দিনাজপুরে প্রেরণ করেন। ২৮/০৩/২০২২ ইং তারিখে গোপনে ঐ ম্যানেজিং কমিটি অনুমোদন হলে প্রধান শিক্ষক গত ১৭/০৪/২০২২ ইং তারিখে প্রকাশ করেন।

উক্ত বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীগণের অভিভাবক এবং মামলার বাদী ইউনুস আলী বিধি বহিভূত ম্যানেজিং কমিটির বিষয় অবগত হন। বিদ্যালয়ের ছাত্র- ছাত্রীগণের অভিভাবকের পক্ষে মোঃ ইউনুস আলী গত ২৫/০৪/২০২২ ইং তারিখে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বাসায় গিয়ে কমিটি গঠনের বিষয় জানতে চাইলে প্রধান শিক্ষক তাকে ২৮/০৩/২০২২ ইং তারিখের অনুমোদনকৃত ম্যানেজিং কমিটির তালিকা প্রদান করেন। তাই মোঃ ইউনুস আলী ২৮/০৩/২০২২ ইং তারিখের ম্যানেজিং কমিটি অবৈধভাবে করা হয়েছে মর্মে বাদী হয়ে দিনাজপুর বিজ্ঞ বিরামপুর সহকারী জর্জ আদালতে মামলা দায়ের করেন।

যাহার মামলা নং-৩৪/২২ অন্য। তারিখ: ২৭/০৪/২০২২ ইং। এদিকে মামলা দায়েরের পূর্বে ছাত্র-ছাত্রীদের অভিভাবক গত ১৯/০৪/২০২২ ইং তারিখে ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের গণস্বাক্ষরে অবৈধ ম্যানেজিং কমিটি বাতিলের দাবিতে বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার ও চেয়ারম্যান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর এবং জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ প্রেরণ করেন।

অভিযোগ দেওয়ার পরেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবৈধ কমিটি ভেঙ্গে দেওয়ার কোন ব্যবস্থা করেননি। এ বিষয়ে গতকাল মঙ্গলবার প্রধান শিক্ষক মোঃ আমিরুল ইসলাম এর ০১৩০৯১১৯৯৮৪ নম্বরে যোগাযোগ করলে তিনি জানান, যিনি মামলা করেছেন মামলা করতেই পারে, এ বিষয়ে আমার কোন মন্তব্য নেই। ছাত্র-ছাত্রীদের অভিভাবক মোঃ ইউনুস আলী জানান, আইনের আশ্রয় নিয়েছি, বিদ্যালয়ে অবৈধ কমিটি বাতিল করে নতুন কমিটি করতে হবে।

কেননা, ঐ প্রধান শিক্ষক ইতিপূর্বে ম্যানেজিং কমিটি গঠন করে নিয়োগ বাণিজ্য করেছেন, বর্তমান আবারও নতুন কমিটি গঠন করে নিয়োগ বাণিজ্য করার পায়তারা করছেন বলে মামলায় উল্লেখ করেন। বিষয়টি সরেজমিনে তদন্ত করে ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ কমিটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনা করেছেন ছাত্র- ছাত্রীর অভিভাবক মোঃ ইউনুস আলী। সংবাদের সাথে ছবি আছে।

ইবাংলা /জেএন /২৪ মে,২০২২

১২ মামলাকমিটি গঠনেরবিরুদ্ধে
Comments (0)
Add Comment