বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ

চুয়াডাঙ্গায় তিনদিন ব্যাপী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক-বালিকা (অনূর্ধ্ব -১৭) শুরু হয়েছে। শনিবার (২৮ মে) সকাল সাড়ে ৯ টার চুয়াডাঙ্গা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান।

এ উপলক্ষে সংক্ষিপ্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সাজিয়া আফরিন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক, পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকনসহ চার উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ।

ফুটবল টুর্নামেন্টে জেলার চার উপজেলার ৪ টি দল ও সদর পৌরসভার ১টি দলসহ মোট ৫টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী দিনে ২ টি খেলা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী ম্যাচে সদর উপজেলা বালিকা দল ৭-০ গোলে জীবননগর উপজেলা বালিকা দলকে পরাজিত করে।

ইবাংলা/টিএইচকে/২৮মে,২০২২

উদ্বোধনটুর্নামেন্টের
Comments (0)
Add Comment