মন্দিরের জমি দখল করার বিরুদ্ধে মন্দির কমিটির মামলা দায়ের

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার ০৭নং মোস্তফাপুর ইউনিয়নের ছোট রামচন্দ্রপুর গ্রামের মন্দিরের ৮২শতক জমি দখল করার প্রতিবাদে দখলকারিদের বিরুদ্ধে আদালতে ১৪জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে শ্রীশ্রী শ্মশান কালী ঠাকুরাণীর মন্দির কমিটির সভাপতি শ্রী নির্মল রায়।

পার্বতীপুর উপজেলার ছোট রামচন্দ্রপুর গ্রামের শ্রী নির্মল রায় জেলা দিনাজপুর পার্বতীপুর সহকারী জজ আদালতে

গত ২৯/০৩/২০২২ইং তারিখে দায়েরকৃত মামলা সূত্রে জানা যায়, একই এলাকার প্রতিপক্ষ চন্দন কুমার রায়, সদানন্দ রায়সহ ১৪জন পরিকল্পিতভাবে বিভিন্ন জাল দলিল তৈরি করে শ্রী শ্রী শ্মশান কালী ঠাকুরানীর মন্দিরের ৮২শতক জায়গা জোরপূর্বক দখল করে নেয়।

মামলার বাদী উল্লেখ্য করেন, ছোট রামচন্দ্রপুর জেএল নং-১৯১, খতিয়ান নং- সিএস ০৩, দাগ নং-৯৪,৯৭,১৪৯,১৫২ মোট ৫টি দাগে ৮২শতক জমি দখল করে নিয়ে সেখানে বাড়ীঘর, দোকানপাঠ তৈরি করে ভোগল করে খাচ্ছেন। ওই জমি দেবোত্তর সম্পত্তি। এই সম্পত্তি উদ্ধারকল্পের জন্য কালিমন্দিরের সভাপতি শ্রী নির্মল রায়সহ মন্দির কমিটির ০৯জন বাদী হয়ে ২৯/০৩/২০২২ইং তারিখে ১৪জনকে আসামী করে মামলা করেন, যাহার মামলা নং-১২৬/২০২২ অন্য।

মামলা করায় মাননীয় আদালত প্রতিপক্ষ ১৪ জনের বিরুদ্ধে অস্থায়ী অর্ন্তবর্তীকালীন নিষেধাজ্ঞার আদেশ প্রদান করেন এবং মাননীয় আদালত প্রতিপক্ষদেরকে ০৭দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রদাণ করেন। উল্লেখ্য যে, শ্রী শ্রী শ্মশান কালী ঠাকুরাণীর মন্দিরের জমি কেউ যাতে অবৈধভাবে ভোগ করতে না পারে এবং জমি উদ্ধারের জন্য মন্দির কমিটি প্রতিপক্ষদেরকে বারবার জমি ছেড়ে দেওয়ার জন্য বললেও তারা তা কোন কর্ণপাত করেন নি।

ওই জমি আত্মসাতের জোর তৎপরতা চালাচ্ছেন। এছাড়াও প্রতিপক্ষরা চলতি বছর মন্দির কমিটির সদস্যের উপর মারপীট ও মন্দিরের প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটান বলে মামলার বাদী নির্মল রায় জানান। এই ঘটনায় পার্বতীপুর থানাকেও অবগত করেছেন শ্রী শ্রী শ্মশান কালী ঠাকুরাণীর মন্দির কমিটির সভাপতি শ্রী নির্মল রায়। কালী মন্দিরের জায়গা অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধারকল্পে কালীমন্দিরের কমিটি উদ্ধর্তন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

ইবাংলা /জেএন /৩১ মে,২০২২

দায়েরমামলা
Comments (0)
Add Comment