প্রয়োজনে অনলাইনে বিক্রি হবে শতভাগ টিকিট

ডেস্ক রিপোর্ট

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, রেলের টিকিটের কালোবাজারি ঠেকাতে ‘টিকিট যার, ভ্রমণ তার’ বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে। প্রয়োজনে আমরা শতভাগ রেলের টিকিট অনলাইনে বিক্রির ব্যবস্থা করবো। তাহলে কালোবাজারির আর সুযোগ থাকবে না।

শনিবার (১১ জুন) দুপুরে পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে নবনির্মিত প্রধান ফটক ও সংযোগ সড়ক এবং পঞ্চগড়-সান্তাহার রুটে ‘দেলনচাঁপা এক্সপ্রেস’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, একটি ভারসাম্যমূলক যোগাযোগ ব্যবস্থা স্থাপনের জন্য কাজ করে যাচ্ছে সরকার। রেলের উন্নয়নের জন্য বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করা হয়েছে। চলতি বাজেটেও ১৮ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। গুরুত্বপূর্ণ রেলপথগুলো ডাবল লাইনে উন্নীত করণের কাজ চলছে। পঞ্চগড় থেকে বাংলাবান্ধা হয়ে জলপাইগুড়ি স্টেশন পর্যন্ত রেল যোগাযোগ স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে ভারতের পাশাপাশি নেপাল ও ভুটানের রেলযোগাযোগ স্থাপিত হবে।

পরে মন্ত্রী ফিতা কেটে ও ফ্লাগ উড়িয়ে দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের যাত্রা উদ্বোধন করেন। ফিতা কেটে ও বেলুন উড়িয়ে প্রবেশ গেট ও এপ্রোচ রোডেরও উদ্বোধন করেন তিনি।

দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি ১৯৮৬ সালে চালু হলেও দিনাজপুর থেকে রংপুর এবং বগুড়া হয়ে সান্তাহার পর্যন্ত চলাচল করে। ফলে পঞ্চগড় এবং ঠাকুরগাঁওয়ের মানুষ বিভাগীয় শহর রংপুরে যাতায়াতে আন্তঃনগর ট্রেন সুবিধা থেকে বঞ্চিত ছিল। পঞ্চগড়বাসীর দীর্ঘ দিনের দাবির পরিপ্রেক্ষিতে ট্রেনের রুট পঞ্চগড় পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি পঞ্চগড় থেকে প্রতিদিন সকাল ৬টায় সান্তাহারের উদ্দেশে ছেড়ে যাবে। পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর ও বগুড়া জেলার মোট ১৭টি স্টেশন ঘুরে সান্তাহার পৌঁছাবে বিকেল ৩টা ৫০ মিনিটে। অপর দিকে সান্তাহার থেকে আরেকটি ট্রেন প্রতিদিন বেলা ১১টায় পঞ্চগড়ের উদ্দেশে ছাড়বে।

পঞ্চগড়ে পৌঁছাবে রাত ৮টা ২০ মিনিটে। ট্রেনটি পঞ্চগড় থেকে রংপুরে পৌঁছাবে সকাল ১০টা ৩৫ মিনিটে আর রংপুর থেকে ছাড়বে ৪টা ৪৫ মিনিটে। দোলনচাঁপা এক্সপ্রেসে ১০টি বগিতে মোট ৪৯৫টি আসন আছে। এর মধ্যে ২৭টি ননএসি প্রথম শ্রেণির, ১৮০টি শোভন ও শোভন সাধারণ ২৮৮টি।

রেলওয়ে রাজশাহী বিভাগের মহাব্যবস্থাপক (পশ্চিম) অসীম কুমার তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক আনোয়ার সাদাত সম্রাট, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান, সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

ইবাংলা/ জেএন /১১ জুন,২০২২

শতভাগ টিকিট
Comments (0)
Add Comment