বাজেটে অর্থপাচারকারীদের সুবিধা দেওয়া হয়েছে

ডেস্ক রিপোর্ট

২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিত্তবান, ব্যবসায়ী, মুনাফাভোগী ও অর্থপাচারকারীদের সুবিধা দেওয়া হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন।

শনিবার (১১ জুন) এফডিসিতে ‘শ্রীলঙ্কার সংকট উত্তরণে করণীয়’ বিষয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, প্রস্তাবিত বাজেটে মুদ্রা পাচারকারী দেশদ্রোহীদের কর পরিশোধের মাধ্যমে পাচার করা টাকা ফেরত আনার যে প্রস্তাব দেওয়া হয়েছে তা অনৈতিক ও বেআইনি। এটা কোনভাবেই সমর্থন করা যায় না।

ড. ফরাসউদ্দিন বলেন, বাংলাদেশে অর্থনীতি স্থিতিশীল রাখার ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে দক্ষতার পরিচয় দিয়েছেন শ্রীলঙ্কার রাজনৈতিক নেতৃত্ব তা পারেনি। এজন্য আমাদের অবস্থা কখনো শ্রীলঙ্কার মতো হবে না এবং জনগণ শ্রীলঙ্কার মতো এই দেশে কোন শ্বেতহস্তী প্রকল্প হতে দেবে না।

সাবেক এই গভর্নর আরও বলেন, রেমিট্যান্সের ওপর ২.৫% প্রণোদনার সুযোগে মানি লন্ডারিং এর সঙ্গে জড়িতরা উপকৃত হচ্ছে। বাংলাদেশে মেগা প্রকল্পের জন্য যে ঋণ নেয়া হয়েছে আগামী তিন বা চার বছর পর কয়েকটি প্রকল্পের ঋণ পরিশোধ করতে হবে। এই ঋণ পরিশোধে পর্যাপ্ত প্রস্তুতি না থাকলে সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

ছায়া সংসদ প্রতিযোগিতা অনুষ্ঠানটি আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। প্রতিযোগিতায় শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের বিতার্কিকরা বিজয়ী হয়। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলের মাঝে ট্রফি ও সনদপত্র বিতরণ করা হয়।

ইবাংলা/ জেএন /১১ জুন,২০২২

দেওয়াসুবিধাহয়েছে
Comments (0)
Add Comment