ইউজিসি’র সাথে পাবিপ্রবি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর

পাবিপ্রবি প্রতিনিধি

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাথে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পাবিপ্রবি) বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়েছে। ২০২২-২৩ অর্থবছরের জন্য এ চুক্তি স্বাক্ষর হলো।

কক্সবাজারের ইনানী বীচে হোটেল সি পার্ল এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়। এ সময় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. দিল আফরোজা বেগম।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুনের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) বিজন কুমার ব্রহ্ম চুক্তিতে স্বাক্ষর করেন। এদিকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের পক্ষে স্বাক্ষর করেন কমিশনের সচিব ড. ফেরদৌস জামান।

উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর, অধ্যাপক ড. মো. আবু তাহের এবং বিশ্ববিদ্যালয়ের এপিএ ফোকাল পয়েন্ট কর্মকর্তা সহকারী পরিচালক মো. মইনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

ইবাংলা / জেএন / ১৬ জুন,২০২২

সম্পাদন চুক্তি স্বাক্ষর
Comments (0)
Add Comment