আশ্রয়কেন্দ্রে যাওয়ার মতো সুযোগও নেই স্থানীয়দের

ডেস্ক রিপোর্ট

উজানের পাহাড়ি ঢল ও টানা ভারী বৃষ্টিতে সুনামগঞ্জে গত দুদিন ধরে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। শনিবার (১৮ জুন) বিকেলে সরেজমিনে গিয়ে এই দৃশ্য দেখা যায়।

জানা গেছে, বন্যার পানিতে তলিয়ে গেছে সুনামগঞ্জের ১২টি উপজেলা। ফলে পানিবন্দি হয়ে পড়েছেন ৪ লাখেরও বেশি মানুষ। অন্যদিকে পুরো সুনামগঞ্জ শহর বন্যার পানিতে ডুবে গেছে। আশ্রয়কেন্দ্রে যাওয়ার মতো সুযোগও নেই স্থানীয়দের।

ফলে পানিবন্দি অবস্থায় না খেয়েই দিন পার করছেন অনেক মানুষ। এদিকে গত দুই দিন ধরে পুরো সুনামগঞ্জ শহর বিদ্যুৎবিহীন এবং মোবাইলে নেটওয়ার্ক না থাকায় কেউ কারও সঙ্গে যোগাযোগও করতে পারছে না।

সুনামগঞ্জের জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন জানান, সেনাবাহিনীর একটি টিম বন্যা কবলিত মানুষদের উদ্ধার ও খাদ্য সহায়তা পৌঁছে দিতে টোল ফ্রি নম্বর চালু করেছে। তবে বন্যার্ত মানুষের মাঝে আমরা সরকারি ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি।

ইবাংলা / জেএন / ১৮ জুন,২০২২

সুযোগও নেই স্থানীয়দের
Comments (0)
Add Comment