বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের গেটে অগ্নিকাণ্ড!

নিজস্ব প্রতিবেদন:

রাজধানীর বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের বহির্গমন গেট সংলগ্ন একটি বৈদ্যুতিক খুঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ জুন) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুন লাগার পর মুহুর্তে বিষয়টি জাদুঘরের নিরাপত্তাকর্মীদের জানালে তারা তৎক্ষণাৎ অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেও আগুন নেভানো সম্ভব হয়নি বলে জানিয়েছে একটি সূত্র।

https://ebangla.press/wp-content/uploads/2022/06/আগুন.mp4

এসময় পথচারীদের মধ্যে ভীতি সঞ্চার হয়। প্রায় ১৫ মিনিটের মত আগুন জলতে থাকে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেও পেরে উঠছিল না। অতপর বিদ্যুতের লাইন বন্ধ করে দেয়া হয় এবং তার কিছুক্ষণ পর আগুন নিয়ন্ত্রণে আসে।

পথচারী প্রত্যক্ষদর্শীরা জানান, ল্যাম্পপোস্টে হঠাৎ করে তারা আগুনের ফুলকি দেখতে পান। এরপর সামরিক জাদুঘরের কর্মচারীরা আগুন নেভাতে চলে আসেন কিন্তু তারা ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে কল দেয়। এরপর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ২০ মিনিটের চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।

ইবাংলা/টিএইচকে/১৮জুন,২০২২

গেটে অগ্নিকাণ্ড!
Comments (0)
Add Comment