জবিতে দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

জবি প্রতিনিধিঃ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের দুই শিক্ষার্থী মোঃ খায়রুল ইসলাম (আইডি নং : বি-১৮০১০৫০২৬) এবং মফিজুল্লা (আইডি নং :

বি-১৮০১০৫০৫০)-কে একই বিভাগের শিক্ষার্থীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার বিষয়ে আনীত অভিযোগ সত্যতা প্রতীয়মান হওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে তাদের সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে এবং তাদেরকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তার লিখিত জবাবও চাওয়া হয়।

আজ ২৩ জুন বৃহস্পতিবার জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ ফিরোজ আলম এর বরাত দিয়া গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কার আদেশের তথ্য নিশ্চিত করা হয়।

ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল অদুদ জানান প্রশাসন সত্যতা যাচাই সাপেক্ষেই সিদ্ধান্ত নিয়েছেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড.মোস্তফা কামাল জানান, তাদের বিরুদ্ধে একই বিভাগের শিক্ষার্থীকে মারধরের অভিযোগ এসেছিলো এবং তদন্ত কমিটি অভিযোগের সত্যতা নিশ্চিত হয়েছেন তাই তাদের কে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

ইবাংলা / জেএন / ২৩ জুন,২০২২

শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার
Comments (0)
Add Comment