করোনা আক্রান্ত ভারতের অধিনায়ক রোহিত শর্মা

আন্তর্জাতিক ডেস্ক

ইংল্যান্ডের বিপক্ষে স্থগিত হওয়া পঞ্চম ও শেষ টেস্ট খেলতে নামার আগে বড় ধাক্কা খেল ভারত। করোনায় আক্রান্ত হয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তাই এডজবাস্টনে ইংল্যান্ডে বিপক্ষে ঐ টেস্টে অনিশ্চিত রোহিত।

বর্তমানে টিম হোটেলে আইসোলেশনে আছেন রোহিত। চলমান ইংল্যান্ড-নিউজিল্যান্ড সিরিজের মতো যদি একই প্রোটোকল অনুসরণ করা হয়, তবে রোহিতের আইসোলেশন পাঁচ দিনের জন্য হবে। আগামী পহেলা জুলাই থেকে স্থগিত হওয়া টেস্টটি শুরু হবে।

এক বিবৃতিতে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) লিখেছে, ‘শনিবার একটি র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করার পর ভারত অধিনায়ক রোহিতের কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ এসেছে। এই মুহূর্তে টিম হোটেলে আইসোলেশনে রয়েছেন এবং বিসিসিআই মেডিকেল টিমের তত্ত্বাবধানে রয়েছেন রোহিত। রোববার তার পিসিআর টেস্ট করা হবে।’

লিচেস্টারশায়ারের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের তৃতীয় দিনে রোহিতের করোনা আক্রান্তে খবর পাওয়া যায়। প্রথম ইনিংসে ব্যাট করলেও, দ্বিতীয় ইনিংসে মাঠে নামার সুযোগ হয়নি তার। প্রথম ইনিংসে ২৫ রান করেন রোহিত।

এর আগে, এই সফরের জন্য ভারত ছাড়ার আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন ভারতের স্পিনার রবীচন্দ্রন অশি^ন। গত বছরও করোনার কারনে ভারত-ইংল্যান্ড সিরিজের পঞ্চম টেস্ট স্থগিত হয়েছিলো। সিরিজের ২-১ ব্যবধানে এগিয়ে ভারত।

ইবাংলা / জেএন / ২৬ জুন,২০২২

ভারতের অধিনায়ক রোহিত শর্মা
Comments (0)
Add Comment