মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শিশুদের রং তুলির আঁচরে বাংলাদেশের স্বক্ষমতার প্রতীক পদ্মা সেতুর ছবি ফুটিয়ে তুললো ১৬ জন কিশোর কিশোরী। দেশের গৌরব আর ঐতিহ্যের পদ্মাসেতু না দেখে শুধুমাত্র পত্রিকার পাতায় ছবি দেখেই সেটি রং তুলিতে ফুটিয়ে তুলেছে শিশুরা।
প্রথমবর্ষ উপলক্ষে সোমবার ২৭ জুন বিকেলে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবে আয়োজন করা হয় পদ্মা সেতুর উপর চিত্রাঙ্কন প্রতিযোগীতার। প্রতিযোগীতায় ৩ টি গ্রুপে মোট ১৬জন প্রতিযোগী অংশগ্রহণ করে। এদের মধ্যে শ্রীমঙ্গল পরিবারের পক্ষ থেকে তিন বিভাগে ৯ জন প্রতিযোগীকে পুরস্কার দেয়া হয়।
প্রতিযোগীতা শেষে রাত ৮টায় শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানু লাল রায়। সাংবাদিক বিকুল চক্রবর্তীর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমএ শ্রীমঙ্গল এর সভাপতি ডা: হরিপদ রায়, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ- সভাপতি শামীম আক্তার হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রজত শুভ্র চক্রবর্তী, চারুকলা একাডেমীর শিক্ষক হিমাদ্রী লাল ধর ও শিক্ষিকা মুন্নি শীল।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা শিশু কিশোরদের মধ্যে মুক্তিযুদ্ধের তাৎপর্য তুলে ধরেন, পরে দেশের পদ্মা সেতু স্বক্ষমতার প্রতীক ও উন্নয়নের বাহক এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
পদ্মা সেতু নিয়ে প্রথম এই চিত্রাঙ্কন প্রতিযোগীতায় অংশগ্রহন করে বিজয়ী হয় ক বিভাগে ১ম আদ্রিজা পাল, ২য় হয় অথৈ রায় ও ৩য় হয় রেহনুমা আক্তার ফারিহা। খ বিভাগ প্রথম হয় সূর্য শেখর ধর, ২য় তামান্না আক্তার ও ৩য় হয় মো: নাহিদুল ইসলাম। গ বিভাগে প্রথম হয় প্রিয়াস দাশ, ২য় হয় বহ্নি শিখা দত্ত ও ৩য় হয় অনন্যা শীল আচঁল। তাদেও প্রত্যেককে মুল্যবান বই উপহার দেয়া হয়।
এ ছাড়াও ছবি আঁকার জন্য উম্মে আহমেদ ওয়াসফিয়া, প্রথমা হাজরা, আশফাকুল আনোয়ার মুঈন, অভিজিৎ দেব, দীপশিখা দত্ত, আনিসা আনোয়ার মাহিয়া ও হিতৈষী চাকমা অতিকে কলম উপহার দেয়া হয়। এর আগে সোমবার বিকেল ৪টায় শ্রীমঙ্গল পরিবার ও শিশু কিশোরদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগীতার উদ্বোধন করেন চিত্র শিল্পী হিমাদ্রী লাল ধর।
এ সময় উপস্থিত অভিভাবকরা বলেন, তাদের সন্তানরা পদ্মা সেতুতে যায়নি। শুধুমাত্র টেলিভিশন আর পত্রিকার ছবিতে এর উদ্বোধন দেখেছে তা দেখেই তারা আমাদের গর্বের এই পদ্মা সেতুর ছবি আঁকে যা আমাদের গৌরবের অংশ।
ইবাংলা / জেএন / ২৯ জুন,২০২২