৩০ জুন চীনা প্রেসিডেন্ট সি চিন পিং বলেছেন, ‘এক দেশ, দুই ব্যবস্থা’র শক্তিশালী প্রাণশক্তি রয়েছে। এই নীতি হংকংয়ের দীর্ঘমেয়াদী সমৃদ্ধি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে পারে এবং হংকংবাসীর জন্য এটি কল্যাণকর।
এই নীতি মেনে চললে হংকংয়ের ভবিষ্যত আরও উজ্জ্বল হবে এবং হংকং চীনা জাতির মহান পুন:রুত্থানে নতুন ও বৃহত্তর অবদান রাখতে সক্ষম হবে। তিনি ৩০ জুন বিকেলে হংকং দ্রুতগতির রেলের পশ্চিম কাউলুন স্টেশনে তাঁর সম্মানে আয়োজিত এক স্বাগত-অনুষ্ঠানে এসব কথা বলেন।
সি চিন পিং বলেন, চলতি বছরের ১লা জুলাই হংকংয়ের মাতৃভূমিতে প্রত্যাবর্তনের ২৫তম বার্ষিকী। সারা চীনের বিভিন্ন জাতিগোষ্ঠীর লোকেরা হংকংয়ের সাথে এই আনন্দের মুহূর্তটি উদযাপন করবেন।তিনি বলেন, “আমি শেষবার হংকংয়ে আসি ৫ বছর আগে। গত ৫ বছরে আমি সবসময় হংকং-এর ওপর নজর রেখেছি। আমার হৃদয় ও কেন্দ্রীয় সরকারের মনোযোগ সবসময় হংকং-এর সাথে আছে।”
সি চিন পিং আরও বলেন, নিকট অতীতে হংকংকে অনেক ঝুঁকি ও চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে; অনেক কঠিন পরীক্ষা দিতে হয়েছে। কিন্তু সকল কঠিন পরীক্ষায় হংকং উত্তীর্ণ হয়েছে এবং চ্যালেঞ্জ মোকাবিলায় প্রবল প্রাণশক্তির পরিচয় দিয়েছে।
ইবাংলা/মশিউর/৩০জুন,২০২২