দেশের বিভিন্ন জায়গায় শিক্ষক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

শ্রীমঙ্গল প্রতিনিধিঃ

সাম্প্রতিক বাংলাদেশে সংগঠিত শিক্ষক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় শিক্ষক উৎপল কুমার সরকারকে হত্যা ও নড়াইল সদর উপজেলার মির্জাপুর ইউনাইটেড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে অমানবিক ভাবে লাঞ্চিত করায় উক্ত মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

বৃহস্পতিবার (৩০জুন) দুপুর ২ টায় শ্রীমঙ্গল চৌমোহনা চত্বরে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করে শ্রীমঙ্গলের প্রগতিশীল সংগঠনগুলো। এতে উপস্থিত থেকে একাত্মতা প্রকাশ করে স্বাধীনতা শিক্ষক পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখা, প্রাথমিক শিক্ষা পরিবার শ্রীমঙ্গল , শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক প্রধান শিক্ষক সমিতি, শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি, শ্রীমঙ্গল উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষক সমিতি,বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম, শ্রীমঙ্গল কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন, বিবেকী তারুণ্য শ্রীমঙ্গল, দ্বারিকাপাল মহিলা ডিগ্রি কলেজ শ্রীমঙ্গল।

মানববন্ধনে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি নোমান আহমেদ সিদ্দিকী। এবং উপজেলার বেসরকারী শিক্ষক সমিতির সদস্য সচিব শামসুল আলমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, দ্বারিকাপাল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক দ্বীপেন্দ্র ভট্টচার্য, শিক্ষক রজত শুভ্র চক্রবর্তী, ঝলক কান্তি চক্রবর্তী, অয়ন চৌধুরী, বিপ্লব কান্তি দাশ, কামরুল হাসান, বিমান বর্ধন, জহর তরপদার, রহিমা বেগম প্রমুখ।

সভায় বক্তব্যে উপস্থিত বক্তারা বলেন, বাংলাদেশ সহ বিশ্বে শিক্ষক হচ্ছেন মানুষ গড়ার কারিগর, বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে একের পর এক উন্নয়নে অন্যদিকে দেশে বিভিন্ন অজুহাতে শিক্ষক হত্যা ও নির্যাতন বৃদ্ধি পেয়েছে।

তাই দেশে শিক্ষক সুরক্ষা আইন বাস্তবায়ন এখন সময়ের দাবী, এবং বাংলাদেশে সাম্প্রতিক ঘটে যাওয়া ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় শিক্ষক উৎপল কুমার সরকারকে হত্যায় গ্রেফতারকৃত অভিযুক্তকে আইনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা এবং নড়াইল সদর উপজেলার মির্জাপুর ইউনাইটেড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে অমানবিক ভাবে লাঞ্চিত করা সহ প্রতিটি নির্যাতনে অভিযুক্তদের কঠিন শাস্তি নিশ্চিত করতে দেশের প্রশাসন সহ মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আবেদন জানানো হয় উক্ত মানববন্ধনে।

এদিকে একই ঘটনার প্রতিবাদ বিকেল ৪ টায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ আয়োজন করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন শ্রীমঙ্গল উপজেলা শাখা। সংগঠনের সভাপতি রনি সরকারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক স্বাধীন দেবের সঞ্চালনায় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ওয়ার্কাস পার্টির সভাপতি মন্ডলীর সদস্য সৈয়দ আমীরুজ্জামান, মানবাধিকার কর্মী ও সাংবাদিক এস কে দাশ সুমন, কবি জাবেদ ভুইয়া, রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতা প্রীতম দাশ প্রমুখ।

ইবাংলা / জেএন / ৩০ জুন,২০২২

নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
Comments (0)
Add Comment