১লা জুলাই সকালে হংকংয়ে চীনের এই বিশেষ প্রশাসনিক অঞ্চলটির নবনিযুক্ত প্রধান নির্বাহী লি চিয়া ছাওয়ের সঙ্গে বৈঠকে বসেন চীনা প্রেসিডেন্ট সি চিন পিং। তিনি তাঁকে অভিনন্দন জানান। এর আগে, একই দিন সকালে, হংকংয়ের নতুন প্রধান নির্বাহী শপথগ্রহণ করেন।
বৈঠকে সি চিন পিং বলেন, ২৫ বছর পর, ‘এক দেশ, দুই ব্যবস্থা’-র অনুশীলন এবং হংকং-এর উন্নয়ন এক নতুন ঐতিহাসিক সূচনাবিন্দুতে পৌঁছেছে। নতুন স্থানীয় সরকারের কাছে হংকংয়ের বাসিন্দাদের প্রত্যাশাও অনেক।
সি চিন পিং আশা করেন, নতুন নির্বাহী প্রধান বিশ্বস্ততার সাথে তাঁর সাংবিধানিক দায়িত্ব পালন করবেন, বিশেষ প্রশাসনিক অঞ্চলের সরকারকে ‘এক দেশ, দুই ব্যবস্থা’ নীতি ও মৌলিক আইনের ভিত্তিতে নেতৃত্ব দেবেন, হংকংয়ের সকল স্তরের মানুষকে বাস্তববাদী হতে উৎসাহিত করবেন, এবং হংকংকে বিশৃঙ্খলা থেকে মুক্ত রেখে সুশাসন নিশ্চিত করবেন।
তিনি আরও বলেন, কেন্দ্রীয় সরকার হংকংয়ের নতুন প্রধান নির্বাহী ও নতুন স্থানীয় সরকারকে আইনানুগ সব ধরনের সমর্থন দিয়ে যাবে। কেন্দ্রীয় সরকার নতুন নির্বাহী প্রধান ও তাঁর সরকারের ওপর পূর্ণ আস্থাবান।
এসময় লি চিয়া ছাও প্রেসিডেন্ট সি চিন পিং ও কেন্দ্রীয় সরকারকে তাঁর ওপর আস্থা রাখায় ধন্যবাদ জানান। তিনি বলেন, যে মহান দায়িত্ব তাকে দেওয়া হয়েছে, সে-সম্পর্কে তিনি পুরোপুরি সচেতন আছেন।
তিনি হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের সরকারকে দৃঢ়ভাবে কাজ করতে, শাসন কাজের নতুন পরিবেশ সৃষ্টি করতে এবং উন্নয়নের একটি নতুন অধ্যায় লিখতে যথাসাধ্য চেষ্টা করবেন বলে প্রতিশ্রুতি দেন।