অষ্ট্রেলিয়ার ভয়াবহ বন্যার কারণে ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে হাজার হাজার লোক

আন্তর্জাতিক ডেস্ক

ভয়াবহ বন্যার কারণে অষ্ট্রেলিয়ার পূর্ব উপকূলের হাজার হাজার বাসিন্দা বুধবার (৬জুলাই) তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে।

এদিকে নিউ সাউথ ওয়েলস কর্তৃপক্ষ অষ্ট্রেলিয়ার বৃহত্তম এ নগরীর উত্তরাঞ্চলে নতুন বন্যার সতর্কতা জারি করেছে। পূর্বাঞ্চলে ইতোমধ্যে বাড়িঘর, সড়ক সব পানিতে তলিয়ে গেছে। রাজ্যের প্রধানমন্ত্রী ডোমিনিক পেরোটেট বলেন, এ পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে এখনও অনেক দেরি।

সিডনিতে সপ্তাহান্তে বন্যার শুরুর পর থেকে জরুরি সেবার লোকজন একশ’টিরও বেশি স্থানান্তরের নির্দেশ জারি করেছে। মোট ৮৫ হাজারেরও বেশি লোকজনকে অবিলম্বে তাদের বাড়িঘর ছাড়ার নির্দেশ অথবা প্রস্তুত থাকতে বলা হয়েছে।

সিডনির পশ্চিমাঞ্চলে নদীর পানি উপচে বিস্তৃত এলাকা ভেসে গেছে। ঘরবাড়িতে পানি ঢুকে গেছে। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
প্রধানমন্ত্রী এন্থনি আলবানিজ বুধবার দুর্গত এলাকা পরিদর্শন করেন। তিনি এ সংকটের দীর্ঘমেয়াদি সমাধানের আশ্বাস দেন।

ফেডারেল সরকার নিউ সাউথ ওয়েলস রাজ্যের ২৩টি প্লাবিত অংশে প্রাকৃতিক দুর্যোগ ঘোষণা করে এবং ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের ত্রাণ দেয়ার উদ্যোগ নিয়েছে।
মার্চে প্রবল ঝড় বৃষ্টিতে অষ্ট্রেলিয়ার পূর্ব উপকূলে বন্যা দেখা দেয়। এ সময়ে ২০ জনের প্রাণহানি ঘটে।

জলবায়ু পরিবর্তনের তীব্র শিকার অষ্ট্রেলিয়ায় বন্যা, খরা, দাবানলসহ নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ এখন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

ইবাংলা/জেএন/৫জুলাই,২০২২

বাধ্য হয়েছে হাজার হাজার লোক
Comments (0)
Add Comment