করাচির কনফুসিয়াস ইন্সটিটিউটে সন্দেহভাজন আটক

ইবাংলা ডেস্ক:

 

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, করাচি বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইন্সটিটিউটে সন্ত্রাসী-হামলার সঙ্গে জড়িত এক সন্দেহভাজন ব্যক্তিকে পাক পুলিশ আটক করেছে। চীন এর প্রশংসা করে।

মুখপাত্র চাও বলেন, “আমরা লক্ষ্য করেছি যে, তদন্ত এখনও চলছে। আমরা আশা করি, পাকিস্তান সত্য খুঁজে বের করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবে, অপরাধীদের কঠোর শাস্তি দেবে, হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে  দৃঢ় পদক্ষেপ গ্রহণ করবে।

চীন দৃঢ়ভাবে পাকিস্তানের সন্ত্রাসবিরোধী প্রচেষ্টাকে সমর্থন করে যাবে, যাতে চীন-পাকিস্তান সহযোগিতার জন্য আরও নিরাপদ পরিবেশ সৃষ্টি করা যায়।”

উল্লেখ্য, গত ৫ই জুলাই পাকিস্তানের সিন্ধু প্রাদেশিক সরকার এবং পাকিস্তানের সন্ত্রাসবিরোধী বিভাগ করাচিতে এক প্রেস ব্রিফিংয়ে জানায়, করাচি বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটে সন্ত্রাসী হামলার মূল সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

‘বেলুচ লিবারেশন ফ্রন্ট’-এর মতো কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা বাড়ছে এবং তাদের পিছনে বিদেশি শক্তি সক্রিয় আছে বলেও প্রেস ব্রিফিংয়ে বলা হয়।

সন্দেহভাজন আটক
Comments (0)
Add Comment