কঠোর কর্মসূচির হুঁশিয়ারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান মহাজোটের

নিজেস্ব প্রতিবেদক :

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ এর আন্দোলন চলে আসছে অনেক দিন থেকে । তবে এবার কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে এমপিওভুক্ত শিক্ষক-কর্মাচারী জাতীয়করণ প্রত্যাশী মহাজোট।

৩০শে নভেম্বরের মধ্যে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীকরণ করা না হলে কঠোর এ অবস্থানে যাবেন বলে জানান তারা।

শুক্রবার (১০ই সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ হুঁশিয়ারি দেন।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ‘আমরা বারবার আন্দোলন করেও সরকারের কাছ থেকে জাতীয়কণের দাবি আদায় করতে পারিনি। বর্তমানে শিক্ষক-কর্মচারীদের বদলি নেই, প্রমোশন নেই। বিনোদন ভাতা নেই, অন্যান্য সুযোগ সুবিধাও নেই।

বরং শিক্ষক কর্মচারীদের ওপর আছে ম্যানেজিং কমিটির অযাচিত অত্যাচার। বর্তমানে এনটিআরসিএ শিক্ষক নিয়োগের সুপারিশ করলেও ম্যানেজিং কমিটি প্রধান ও সহকারী প্রধান শিক্ষক এবং কর্মচারী নিয়োগ করেন। এক্ষেত্রে নিয়োগের অস্বচ্ছতা ও ক্ষেত্র বিশেষে দুর্নীতির অভিযোগ পাওয়া যায়।’

তারা বলেন, ‘অবিলম্বে এই কমিটি প্রথা বাতিল করে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের মতো এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা করতে হবে।’

সংবাদ সম্মেলনে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী মহাজোটের আহ্বায়ক ও বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি অধ্যক্ষ মো. মাঈন উদ্দিন, জোটের সমন্বয়ক মোহাম্মদ রফিকুল ইসলাম ও সদস্য সচিব জসিম উদ্দিন আহম্মদ বক্তব্য দেন।

শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের লক্ষ্যে প্রায় ৩০টি সংগঠনের সমন্বয়ে গঠিত মহাজোটের নেতারা সংবাদ সম্মেলনে অংশ নেন।

ইবাংলা / টিপি / ১০ সেপ্টেম্বর

এমপিওভুক্তজাতীয়করণহুঁশিয়ারি
Comments (0)
Add Comment