১৪ জুন জাতিসংঘের জেনেভা কার্যালয় ও সুইজারল্যান্ডের অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি চেন স্যু জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৫০তম অধিবেশনে ৩০টির বেশি দেশের পক্ষ থেকে বক্তব্য রেখেছেন।
এতে মানাবাধিকারের ক্ষেত্রে বহুপক্ষবাদ জোরদার এবং আন্তর্জাতিক মানবাধিকারের সুষ্ঠু উন্নয়ন এগিয়ে নিয়ে যাবার আহ্বান জানানো হয়।
চেন স্যু বক্তব্যে বলা হয়, ‘গেল কয়ক বছরে মানবাধিকার পরিষদের রাজনীতিকরণ এবং দ্বন্দ্ব দিন দিন বাড়ছে। মিথ্যা তথ্য ছড়িয়ে পড়ছে, তা পরিষদ প্রতিষ্ঠার মূল উদ্দেশ্যের পরিপন্থী এবং এ সম্পর্কে আমরা উদ্বিগ্ন’।
তিনি বলেন, বহুপক্ষীয় মানবাধিকার সংস্থা বিচ্ছিন্নতা ও দ্বন্দ্বের জায়গা নয়, বরং সহযোগিতা ও সংলাপের প্ল্যাটফর্ম হওয়া উচিৎ।
নানা পক্ষের উচিৎ মানবাধিকারের ক্ষেত্রে বহুপক্ষবাদ জোরদার করা এবং সাধারণ, ন্যায্য, বস্তুনিষ্ঠ, বাছাইহীন ও অরাজনৈতিক নীতি অনুসরণ করে আন্তর্জাতিক মানবাধিকারের সুষ্ঠু উন্নয়ন এগিয়ে নিয়ে যাওয়া।
বক্তব্যে চারটি প্রস্তাব উত্থাপন করা হয়: প্রথমত, ন্যায্যতা এবং ন্যায়বিচারে অবিচল থাকা। বহুপক্ষীয় মানবাধিকার ব্যবস্থা জাতিসংঘের সনদ ও নীতির সঙ্গে মেনে চলতে হবে। দ্বিতীয়ত, উন্মুক্তকরণ ও সহনশীল হতে হবে।
নানা পক্ষের উচিৎ ঐক্যবদ্ধ থেকে সমান ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে গঠনমূলক সংলাপ ও সহযোগিতা করা। তৃতীয়ত, বাস্তবমুখীতা ও ন্যায্যতা বজায় রাখা।
বাস্তব ও বস্তুনিষ্ঠ তথ্য অনুযায়ী, বহুপক্ষীয় মানবাধিকার ব্যবস্থাকে কাজ করতে হবে। চতুর্থত, আঞ্চলিক ন্যায্যতায় অবিচল থাকা।
জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় ও বিশেষ ব্যবস্থাসহ বহুপক্ষীয় মানবাধিকার ব্যবস্থায় সদস্যদের গঠনে আঞ্চলিক ন্যায্যতার প্রতিফলন হওয়া উচিত।