কুরবানীর পশুর-খাদ্যর আড়ালে ফেনসিডি পাচার, গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডিএমপি, ঢাকার বিমানবন্দর থানাধীন উত্তরা এলাকা হতে ৩৯৯ বোতল ফেনসিডিলসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১। শনিবার (০৯ জুলাই) র‍্যাব-১ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) নোমান আহমদ এসব তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব কর্মকর্তা জানান,শুক্রবার (৮ জুন) র‌্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কুষ্টিয়া জেলার সদর থানাধীন খাজানগর এলাকা হইতে ০১ টি মিনি খোলা ট্রাক যোগে অভিনব কায়দায় আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে কুরবানীর পশুর গো-খাদ্যর আড়ালে বিপুল পরিমান মাদকদ্রব্য ফেনসিডিল নিয়ে ডিএমপি,ঢাকার উদ্দেশ্যে আসছে।

প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি ঢাকার বিমানবন্দর থানাধীন ঢাকা টু ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশের্^ উত্তরা, ১ নং সেক্টরস্থ, রোড নং-১০ এর সামনে মহাসড়কে তল্লাশী চৌকি স্থাপনের করে বিপুল পরিমান অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

অভিযানে গ্রেফতারকৃতরা হলেন,মো. সেলিম রানা (৩২), মো. জাহিদুল ইসলাম (৪৩) ও ড্রাইভার মো. বাবুল হোসেন (৪৩) নামের তিন জনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩৯৯ বোতল ফেনসিডিল, ০৪টি মোবাইল ফোন, নগদ ৩,২০০/- টাকা, গো-খাদ্য ধানের কুড়া ৫৮ বস্তা ও ০১টি ট্রাক উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামীগণ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নতুন নতুন অভিনব পদ্ধতি অবলম্বন করে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় পাচারসহ ক্রয় বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ইবাংলা/টিএইচকে/৯জুলাই,২০২২

পাচারফেনসিডি
Comments (0)
Add Comment