ঈদুল আজহা পালনের মানতে হবে ৮ দফা নির্দেশনা

ইবাংলা ডেস্ক

রাজধানীসহ দেশের সর্বত্র পবিত্র ঈদুল আজহা পালনের সময় মহামারি করোনাভাইরাসের সংক্রমণরোধে স্বাস্থ্যবিধি মানতে মুসুল্লিদের প্রতি আহ্বান জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। দেয়া হয়েছে ৮ দফা নির্দেশনা। শনিবার (৯ জুলাই) স্বাস্থ্যবিধি প্রতিপালনে আট দফা নির্দেশনা জারি করেছে মন্ত্রণালয়।

নির্দেশনায় মধ্যে রয়েছে- পবিত্র ঈদুল আজহারা নামাজে নিজ নিজ বাসা থেকে অজু করে ঈদগাহে ও মসজিদে আসতে হবে। করোনাভাইরাস সংক্রমণ রোধ নিশ্চিত কল্পে মসজিদ ও ঈদগাহের অজুখানায় সাবান বা হ্যান্ড-স্যানিটাইজার রাখতে হবে। ঈদের নামাজের জামাতে আগত মুসুল্লিকে অবশ্যই মাস্ক পরে আসতে হবে।

মসজিদ অথবা ঈদগাহে সংরক্ষিত জায়নামাজ ও টুপি ব্যবহার করা যাবে না।ঈদের নামাজ আদায়ের সময় কাতারে দাঁড়ানোর ক্ষেত্রে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে দাঁড়াতে হবে। এক কাতার অন্তর অন্তর ফাঁকা রাখতে হবে।

পশু কোরবানির ক্ষেত্রে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে। এসব নির্দেশনা বাস্তবায়নে খতিব, ইমাম এবং মসজিদ পরিচালনা কমিটি ও স্থানীয় প্রশাসনকে অনুরোধ করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

ইবাংলা/টিএইচকে/৯জুলাই.২০২২

৮ দফা নির্দেশনা
Comments (0)
Add Comment