মাছ ধরার নৌকায় সিলিন্ডার বিস্ফোরণে ২ জেলে দগ্ধ

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে মাছ ধরার সময় নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ২ জেলে দগ্ধ হয়েছে। দগ্ধরা হলো উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের জসিম উদ্দিনের ছেলে মো.রাকিব (৩৫) ও একই ইউনিয়নের বাসিন্দা সামছুদ্দিন (৩৭)। বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার ডমার চরের দক্ষিণ অংশে মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

নিঝুম দ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান মো.দিনাজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কয়েকজন জেলে বৃহস্পতিবার দুপুরের দিকে একটি মাছ ধরার নৌকা নিয়ে হাতিয়ার বন্ধর টিলা ঘাট থেকে মেঘনা নদী হয়ে বঙ্গপোসাগরের উদ্দেশ্যে যাত্রা করে।

যাত্রা পথে মাছ ধরার নৌকাটি ডমারচর এলাকার মেঘনা নদীর অংশে পৌঁছলে নৌকায় থাকা রান্না করার গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরণ ঘটে। এতে নৌকায় থাকা দুই জেলে আগুনে ঝলসে যায়। ওই সময় পাশে থাকা মাছ ধরার আরেকটি নৌকার জেলেরা তাদের উদ্ধার করে ঘাটে পৌঁছে দেয়।

আরও পড়ুন… ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ উত্তরের সড়কে তীব্র যানজট

ভুক্তভোগী জেলে রাকিব জানান,তরকারি রান্না করার সময় গ্যাসের চুলার আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। নৌকায় থাকা তেলে আগুন ছড়িয়ে পড়লে পুরো নৌকা দ্রুত ভস্মিভূত হয়ে যায়। দগ্ধ দুই জেলের শরীরের একাধিক স্থানে পুড়ে গেছে। স্থানীয় ভাবে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। নৌকার মাঝি গুরুত্বর দগ্ধ বলেও জানান জেলে রাকিব।

ইবাংলা/টিএইচকে/১৫জুলাই,২০২২

২ জেলে দগ্ধবিস্ফোরণে
Comments (0)
Add Comment