নড়াইল সদর উপজেলার মালিয়াট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দুর্নীতি, অনিয়ম, নিয়োগ বাণিজ্য ও বিদ্যালয় কেন্দ্রিক আধিপত্য বিস্তার রোধ কল্পে সাধারণ সভা হয়েছে। বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকেলে মালিয়াট বাজারের পণ্ডিত রাসমোহন গোল চত্বরে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি প্রফেসর রমেশ চন্দ্র অধিকারি।
আরও পড়ুন…নড়াইলে লাঞ্ছিত অধ্যক্ষের পরিবারের পাশে আওয়ামী লীগ নেতৃবৃন্দ
সমাজসেবক দীপু মল্লিকের পরিচালনায় বক্তব্য দেন এ্যাডভোকেট কংকন পাঠক,সহকারি অধ্যাপক সুজিত দাস, কলেজ শিক্ষক তরুন ভৌমিক, পার্শ্ববর্তী মালিয়াট মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি স্বপন কুমার সিকদার,অবসরপ্রাপ্ত শিক্ষক উজ্জ্বল বিশ্বাস,সমাজসেবক বিপুল বিশ্বাস, নির্মল অধিকারি, মলয় বিশ্বাস প্রমুখ।
বক্তারা মালিয়াট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় মুখার্জীকে মহাদুর্নীতিবাজ আখ্যায়িত করে বক্তব্যে বলেন, তিনি এ বিদ্যালয়ে যোগদানের পর শ্রেণিপাঠ কার্যক্রমে ধ্বস নেমেছে। সে কারনে ছাত্রী সংখ্যা আশংকাজনক হারে কমে বিদ্যালয়ে সর্বমোট ছাত্রী সংখ্যা মাত্র ৭৯ জন। ধারাবাহিক ভাবে এসএসসি ফলাফল খুবই খারাপ।
তিনি নিজের প্রয়োজনে নিয়োগ বাণিজ্য ও দুর্নীতি করতে এলাকার একটি পরিবারকে প্রাধান্য দেন। সুকৌশলে ওই পরিবারের থেকেই সভাপতি নির্বাচন করেন। তার সীমাহীন দুর্নীতি অনিয়মের কারনে বিদ্যালয়টি ধ্বংসের পথে। একাধিক মামলা হয়েছে। বিদ্যালয়টি রক্ষার্থে বক্তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
ইবাংলা/টিএইচকে/১৫জুলাই,২০২২