রাজধানীসহ সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত বাড়ছে

স্বাস্থ্য বার্তা ডেস্ক

দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬০ জন নতুন রোগী ভর্তি হয়েছে এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ২২০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে।

আরও পড়ুন…এডিস মশা নিয়ন্ত্রণে একযোগে কাজ করার আহ্বান মেয়রের

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, গত ২৪ ঘন্টায় রাজধানী ঢাকায় ৫৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।তবে, ঢাকার বাইরে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ৬ জন।

ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ১৭৬ জন এবং অন্যান্য বিভাগে ৪৪ জন রোগী ভর্তি রয়েছে। এ পর্যন্ত সারাদেশে মোট ডেঙ্গু রোগী ভর্তি ১ হাজার ৬৭০ জন; ঢাকায় সর্বমোট ভর্তি ১ হাজার ৪৫৬ জন এবং ঢাকার বাইরে ২১৪ জন।

মোট ছাড়প্রাপ্ত রোগী ১ হাজার ৪৪৯ জন। ঢাকায় মোট ছাড়প্রাপ্ত রোগী ১ হাজার ২৭৯ জন এবং ঢাকার বাইরে ছাড়প্রাপ্ত রোগী ১৭০ জন। চলতি বছরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ জন।

ইবাংলা/জেএন /১৬জুলাই,২০২২

আক্রান্তডেঙ্গুতে
Comments (0)
Add Comment