ইবির ব্যবসায় প্রশাসন অনুষদের নতুন ডিনের দায়িত্ব গ্রহণ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ব্যবসায় প্রশাসন অনুষদর নতুন ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ব্যবস্থাপনা বিভাগর প্রফেসর ড. সাইফুল ইসলাম। রোববার (১৭ জুলাই) দুপুরে অনুষদীয় ডিনের কার্যালয়ে অনুষ্ঠিত দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন। জানা গেছে আগামী দুই বছর তিনি এ দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন…শিক্ষার্থীদের মন ভালো করতে পাশে আছে জবি কাউন্সিলিং সেন্টার

ব্যবস্থাপনা বিভাগের এসোসিয়েট প্রফেসর কে. এম. শরফুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সদ্য বিদায়ী ডিন প্রফেসর ড. রুহুল আমিন, প্রফেসর ড. মিজানূর রহমান, প্রফেসর ড. আব্দুল হান্নান শেখ, প্রফেসর ড. আলীনূর রহমান, প্রফেসর ড. জাকারিয়া রহমান, প্রফেসর ড. মাহবুবুল আরফিন ও প্রফেসর ড. ধনঞ্জয় কুমারসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলন।

প্রফেসর ড. সাইফুল ইসলাম বলেন, আমাদের বিশ্ববিদ্যালয় গবেষণার জায়গাটা সবচেয়ে বেশি দূর্বল। এই ক্ষেত্রটিকে উর্বর করে তুলতে শিক্ষক-শিক্ষার্থীদের আগ্রহী হতে হবে। অনুষদকে গবেষণাসহ সকল ক্ষেত্রে সামনে এগিয়ে নিতে আমি সর্বাত্মক চেষ্টা করবো।

এক্ষেত্রে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি। এছাড়াও অনুষ্ঠানে অনুষদের অবসরপ্রাপ্ত উপ-রেজিস্ট্রার কায়সার আহমেদকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।

ইবাংলা/টিএইচকে/১৭জুলাই,২০২২

দায়িত্ব গ্রহণনতুন ডিনের
Comments (0)
Add Comment