বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে জবি উপাচার্যের আহ্বান

 জবি প্রতিনিধি:

বিশ্ববাজারে জ্বালানির তেলের দাম বৃদ্ধির কারণ দেখিয়ে বাংলাদেশে ১৯ জুলাই (মঙ্গলবার) থেকে শিডিউল অনুযায়ী এলাকাভিত্তিক লোডশেডিং করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

একই সাথে, ডিজেল পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন স্থগিত রাখা, সরকারি-বেসরকারি অফিসের কিছু কার্যক্রম ভার্চুয়ালি সম্পন্ন করা এবং সপ্তাহে একদিন পেট্রোল পাম্প বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আরও পড়ুন…সরকারি কর্মকর্তাদের স্যুট পরে অফিস না করার পরামর্শ

বিদ্যুৎ ব্যবহারে সরকারের এরুপ সিদ্ধান্তে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, ককর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্য বলেন, ক্লাস-পরীক্ষা না থাকলে অযথা যেন লাইট ফ্যান চালিয়ে না রাখা হয়। বিনা প্রয়োজনে যেন এসি ব্যবহার না করা হয়। সবাইকে বিদ্যুৎ সাশ্রয়ীভাবে ব্যবহার করতে আহ্বান জানান উপাচার্য।

তিনি আরো বলেন আমি নিজে সবাইকে বলে দিয়েছি শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের অফিস, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ, প্রতিটি প্রশাসনিক দপ্তর সব যায়গায় প্রয়োজনীয় কাজ শেষে সঙ্গে সঙ্গে যেন লাইট-ফ্যান সব বন্ধ করে দেয়া হয়। এরপরও কিছু বিভাগ ও দপ্তরে সরেজমিনে বিনা কারনে ফ্যান-এসি চালিয়ে রাখতে দেখা গিয়েছে।

ইবাংলা/জেএন/১৯জুলাই,২০২২

জবি উপাচার্যের আহ্বান
Comments (0)
Add Comment