মৌলভীবাজার অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে পূবালী ব্যাংক লিমিটেড এর কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক লিমিটেড এর সিলেট প্রিন্সিপাল অফিসের মহা-ব্যবস্থাপক আবু লেইছ মো. শামসুজ্জামান।
আরও পড়ুন…কোম্পানীগঞ্জে ইউপি চেয়ারম্যানের কুশপুত্তলিকা দাহ
শনিবার ২৩ জুলাই সকালে শ্রীমঙ্গল ব্র্যাক টেনিং সেন্টারে ব্যাংকের মৌলভীবাজারের উপ-মহাব্যবস্থাপক মো. ফজলুল কবির চৌধুরীর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যদেন মৌলভীবাজার আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহা-ব্যবস্থাপক (আইন) ড. মো. আবু তাহের ও হবিগঞ্জের সহকারী মহা-ব্যবস্থাপক মো. আজিজুর রহমান। এ ছাড়াও সম্মেলনে মৌলভীবাজারের ৩৮টি শাখা ও ৫টি উপ-শাখার প্রায় ৫০জন কর্মকর্তা অংশনেন।
ব্যাংকের শ্রীমঙ্গল ব্রাঞ্চের ব্যবস্থাপক রাজদীপ রায় জানান, মৌলভীবাজার অঞ্চলের ব্যবসা বৃদ্ধি ও গ্রাহকদের মধ্যে সেবারমান বৃদ্ধিতে শ্রীমঙ্গলে দিনব্যাপী এ অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। তিনি বলেন, পূবালী ব্যাংকে ক্ষুদ্র, মাজারী ও বৃহৎ সব ধরণের ব্যবসায়ীদের জন্য সহজ শর্তে ঋণ সহায়তাসহ বেশ কিছু জনবান্ধব স্কিম চালু আছে।
আরও পড়ুন…অবৈধ অটোরিকশা ও ইজিবাইক বন্ধে মানববন্ধন মুক্তিযুদ্ধ মঞ্চের
যার মাধ্যমে ব্যবসায়ীরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন এবং এতে দেশেরও অর্থনৈতিক উন্নয়ন হবে। শনিবারের দিনব্যাপী সম্মেলনে উর্ধ্বতন কর্মকর্তারা এ বিষয়গুলো তুলে ধরেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবু লেইছ মো. শামসুজ্জামান বলেন, সেবা দিয়েই ব্যবসা বাড়াতে হবে। তাই গ্রাহকদের প্রতি শতভাগ সেবার মান নিশ্চিত রাখতে হবে।
ইবাংলা/জেএন/২৪ জুলাই,২০২২