ইবির শারীরিক শিক্ষা বিভাগের আবেদন শুরু ১ আগস্ট

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিজ্ঞান অনুষদভূক্ত শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষ ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন আগামী ১ আগস্ট থেকে শুরু হয়ে চলবে ১৩ আগস্ট রাত ১২টা পর্যন্ত।

ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে চলতি মাসের ২৮ আগস্ট। পরীক্ষায় বিকেএসপি’র সনদধারীদের জন্য বিশেষ সুবিধা রাখা হয়েছে। মঙ্গলবার (২৬ জুলাই) বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ.এম আলী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন…মধুপুরে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

রেজিস্ট্রার অফিস সূত্রে, এ বছর ভর্তি পরীক্ষায় শারীরিক শিক্ষা বিভাগে কোটা ব্যতীত ২৫টি আসন রাখা হয়েছে। আগামী পহেলা আগষ্ট রাত ১২টা থেকে ১৩ আগস্ট রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে। আবেদনকারীকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নির্দেশিত পন্থায় প্রক্রিয়াকরণ ফিসহ ১হাজার টাকা ফি পরিশোধ করতে হবে।

উল্লেখ্য, শারীরিক শিক্ষা বিভাগে ভর্তিচ্ছু পরিক্ষার্থীদের ১ ঘন্টায় মোট ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা দিতে হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য .২৫ নম্বর কাটা যাবে। ব্যবহারিক পরীক্ষায় ৩০ নম্বর রাখা হয়েছে। পরীক্ষায় এমসিকিউ এ পাশ নম্বর ৪০ এবং ব্যবহারিক পরীক্ষায় পাশ নম্বর ১২ রাখা হয়েছে।

আরও পড়ুন…নোয়াখালীতে আগুনে পুড়ে ছাই ৪টি বসতঘর

এছাড়াও বিকেএসপি’র সনদধারী ভর্তিচ্ছুদের জন্য ২০% বিশেষ কোটা সুবিধা রাখা হয়েছে। তাদের ক্ষেত্রে এমসিকিউ পরীক্ষায় পাশ নম্বর ২০ প্রযোজ্য হবে। এছাড়াও প্রবেশ পত্র উত্তোলন এবং পরীক্ষার সময়সূচী পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.iu.ac.bd) বিজ্ঞপ্তি প্রকাশসহ এসএমএসের মাধ্যমে জানানো হবে।

ইবাংলা/জেএন/২৬ জুলাই,২০২২

আবেদন শুরু ১ আগস্ট
Comments (0)
Add Comment