আইনস্টাইনের রসিকতা

ডেস্ক রিপোর্ট

খুবই রসিক মানুষ ছিলেন বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন।একটু ভুলোমনা তবে সব সময় রসিকতা করতে ভালোবাসতেন। আইনস্টাইন আসলে অনেক সহজ সরল মানুষ ছিলেন ব্যক্তিগত জীবনে ।

আরও পড়ুন…এক নৌকায় ধরা পড়েছে ২৩ লাখ টাকার ইলিশ

ভুল কি মানুষ মাত্রই হয় ! নিজের ভুলভ্রান্তি নিয়ে কী ভাবতেন আইনস্টাইন? তার এই ঘটনাই প্রমাণ করে তিনি কতটা রসিক মানুষ ছিলেন।

অনেকের কাছে অঙ্কের সমার্থক শব্দ হলো আতঙ্ক ! একবার আইনস্টাইনের কাছে ১৫ বছর বয়সী এক তরুণী সাহায্য চাইল। গণিত বিষয়ে তার বাড়ির কাজ বা হোম ওয়ার্ক সে সঠিকভাবে করতে পারছিল না।

আরও পড়ুন…এক নৌকায় ধরা পড়েছে ২৩ লাখ টাকার ইলিশ

আইনস্টাইন তখন ওই তরুণীকে বলেছিলেন, ‘গণিতের সমস্যা নিয়ে খুব বেশি দুশ্চিন্তা করো না। তোমার কাছে গণিত যতটা কঠিন, আমার কাছে গণিত তার চেয়েও কঠিন।’

ইবাংলা/জেএন/২৭ জুলাই,২০২২

আইনস্টাইনের রসিকতা
Comments (0)
Add Comment