সিনেট সদস্য মনোনীত হলেন ড. আবদুস সোবহান গোলাপ

নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ব বিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে মনোনীত হলেন মাদারীপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান গোলাপ এমপি।

বুধবার (২৪ জুলাই) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের মানব সম্পদ শাখা ১ থেকে সিনিয়র সককারি সচিব মো.খালিদুর রহমান স্বাক্ষরিত একটি চিঠিতে ৫ জন সংসদ সদস্যকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মনোনীত করে একটি চিঠি প্রদান করা হয়। আরও পড়ুন…ঢাকায় ৯টি কেন্দ্রে হবে গুচ্ছের পরীক্ষা

চিঠিতে সংসদ সদস্যদের মধ্যে আরো ৪ জন সিনেট সদস্যরা হলেন, ব্রাহ্মমবাড়িয়া- ৩ আসনের সংসদ সদস্য র,আ,ম উবায়দুল মুকতাদির চৌধুরী। নূরুল ইসলাম নাহিদ সিলেট -৬ আসনের সংসদ সদস্য। বেগম মেহের আফরোজ চুমকি, সংসদ সদস্য গাজীপুর -৫ ও ফরিদপুর -১ আসনের সংসদ সদস্য মনজুর হোসেন।

মাদারীপুর কালকিনি আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান গোলাপ এর আগেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মনোনীত হয়েছিলেন।

ইবাংলা/টিএইচকে/২৮জুলাই,২০২২

আবদুস সোবহান গোলাপ
Comments (0)
Add Comment