পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম বলেছেন, মূল্যস্ফীতি বৈশ্বিক কারণে সৃষ্টি হয়েছে, তাই এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। শুক্রবার (২৯ জুলাই) চাঁদপুরে পুলিশের ফ্যামিলি ডে অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন…বঙ্গবন্ধুর সমাধিতে আইন সচিবের শ্রদ্ধা নিবেদন
প্রতিমন্ত্রী বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও করোনা পরবর্তী সময়ে সব দেশ পুনর্যাত্রা শুরু করেছিল। সে কারণে অধিক চাহিদায় মূল্যস্ফীতি দেখা দিয়েছে। তার ঢেউ বাংলাদেশেও লেগেছে।
তিনি আরও বলেন, আমাদের পাঁচ মাসের আমদানির সামর্থ্য রয়েছে। যেখানে তিন মাসের সামর্থ্য থাকলেই যথেষ্ট। খাদ্য আমদানি শুরু করলে আমরা ৮-৯ মাস সেটা বহন করতে পারবো।
তাই এটিকে সংকট বলা যায় না। তবে বিশ্ব পরিস্থিতির কারণে আমরা সতর্ক রয়েছি। বিদেশ থেকে সাহায্য-সহযোগিতা নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। অতীতেও নেওয়া হয়েছে। এখনও নেবো।
আরও পড়ুন…সৌদির যুবরাজকে স্বাগত জানালেন মাখোঁ
এ সময় চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, সোহেল মাহমুদ, আসিফ মহিউদ্দিন, পুলিশ নারী কল্যাণ সমিতি চাঁদপুরের সভাপতি ডা. আফসানা শর্মীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইবাংলা/জেএন/৩০ জুলাই,২০২২