নড়াইলে জমি দখলকারীদের হামলায় আহত ৭

নড়াইল প্রতিনিধি:

নড়াইলে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় এক নারীসহ ৭ জন আহত হয়েছে। শনিবার (৩০ জুলাই) সকালে সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের দেবভোগ গ্রামে এ ঘটনাটি ঘটে। এঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে।

অহতরা সাতজন হলেন দেবভোগ গ্রামের বৃদ্ধ রাধা বল্লভ বিশ্বাস (৯০), তার ছেলে সাধন বিশ্বাস(২৯), ভাই দুর্লভ বিশ্বাস(৭০) ,ভাতিজা সুফল বিশ্বাস (৩৫), ভাতিজা রাম বিশ্বাস (৪২) এবং রামের স্ত্রী স্মৃতী বিশ্বাস (৩০), মৃত মুকুন্দ বিশ্বাসের ছেলে শ্যামল বিশ্বাস।

আরও পড়ুন…আওয়ামী লীগকে ভয় দেখিয়ে লাভ নেই: এনামুল হক শামীম

স্বজনেরা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে। আহতদের মধ্যে বৃদ্ধ রাধা বল্লভ বিশ্বাস ও স্মৃতি বিশ্বাস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহত সুফল বিশ্বাস গণমাধ্যমকে বলেন্

আমার বৃদ্ধ চাচাকে ভয়ভীতি দেখিয়ে আমাদের একটি জমি আত্মসাৎ করেছে বাহিরগ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে সালাম শেখ, জামাল শেখ এবং শিমুলিয়া গ্রামের মোজাফফর ও তাদের সহযোগীরা। এঘটনায় আমরা একটি মামলা দায়ের করেছি।

মামলা করার পর থেকে তারা আমাদের প্রতিনিয়িত হত্যা এবং আরো জমি দখল করে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আসছে। একপর্যায়ে শনিবার (৩০জুলাই) সকালে তারা আমাদের জমি থেকে মাটি কাটতে আসে।

আরও পড়ুন…আ লীগ সরকারকে ধাক্কা দিয়ে সরাতে পারবে না বিএনপি

তখন আমরা বাঁধা দিলে বাহিরগ্রামের সালাম শেখ, তার ছেলে ইমরান শেখ, ইমন শেখ, আলম শেখ ও তার ভাই জামাল শেখ এবং তাদের সহযোগী শেখহাটি গ্রামের ওলিয়ার শেখ মিলে আমাদেরকে বেধড়ক মারপিট করে এবং আমার বৃদ্ধ চাচা রাধা বল্লভকে কুপিয়ে জখম করে।

আমার ভাইয়ের স্ত্রীকেও মারধর করে তারা। এসময় তারা আমাদের ঘরবাড়ি ভাঙচুরেরও চেষ্টা চালায়। নড়াইল সদর থানার ওসি (তদন্ত) মাহমুদ জানান, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ইবাংলা/জেএন/৩০ জুলাই,২০২২

হামলায় আহত ৭
Comments (0)
Add Comment