প্রেমের কি, প্রেমের জন্য মানুষ কত কিছুই না করে! কিন্তু বেআইনি কাজ করে তার জন্য প্রেমের অজুহাত দিলে কি চলবে? অবশ্যই না! আর তার জন্যই সম্প্রতি জেলে যেতে হয়েছে ভারতের দুই ব্যক্তিকে।
ভারতীয় পুলিশ জানিয়েছে, গত শনিবার (৩০ জুলাই) দিল্লির রানহোলা এলাকায় একটি এটিএম থেকে টাকা চুরির চেষ্টার অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন ২৭ বছর বয়সী কামাল ও ২০ বছর বয়সী পারভীন।
আরও পড়ুন…নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার
পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, স্থানীয় সময় শনিবার রাত ২টার দিকে পুলিশ খবর পায়, দুই ব্যক্তি গ্যাস ওয়েল্ডার ব্যবহার করে একটি এটিএম কাটার চেষ্টা করছে। ঘটনাস্থলে পৌঁছে দেখা যায়, অভিযুক্তরা যন্ত্রপাতি ফেলে পালিয়েছে।
পুলিশের উপ-কমিশনার (আউটার) সমীর শর্মা জানান, ওই এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে অভিযুক্তদের শনাক্ত করা হয় এবং পরে বাপরোলার হরফুল বিহার থেকে তাদের গ্রেফতার করা হয়।
আরও পড়ুন…শোকাবহ আগস্টে বাঙালি হারিয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান
জিজ্ঞাসাবাদে কামাল জানিয়েছেন, চুরির পরিকল্পনা তার ছিল। এর জন্য চাচাতো ভাই পারভীনের সঙ্গে মিলে গ্যাস কাটার, এলপিজি সিলিন্ডারসহ অন্যান্য যন্ত্রপাতির ব্যবস্থা করেছিলেন। পারভীন বলেছেন, টাকা দেখিয়ে প্রেমিকাকে অভিভূত করার জন্য এই চুরিতে সাহায্য করতে রাজি হয়েছিলেন তিনি।
ইবাংলা/জেএন/৩১ জুলাই,২০২২