স্পেনের দক্ষিণাঞ্চলে ভয়াবহ দাবানলে পুড়ে গেছে আরও ১৯ হাজার একরের বেশি বনাঞ্চল। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে আড়াই হাজারের বেশি মানুষকে। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে যাচ্ছে দমকল বাহিনীর কয়েকটি দল।
স্পেনের দক্ষিণাঞ্চলীয় মালাগা প্রদেশের সিয়েরা বারমেজার পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এরই মধ্যে আশপাশের এলাকায় বসবাসকারীদের সব ধরণের সাবধানতা মেনে চলার নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষ বলছে, তীব্র বাতাস ও দাবদাহের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে। তবে কয়েকটি জায়গায় আগুনের ভয়াবহতা কমে আসায় ঘরে ফিরতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা।
দমকল বাহিনীল এক কর্মী বলেন, অনেকগুলো ইউনিট কাজ করছে, অনেক প্রস্তুতি সত্ত্বেও আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। এরপর কী করব বুঝতে পারছি না।
গত ২৯ আগস্ট থেকে শুরু হওয়া দাবানলে এরই মধ্যে পুড়ে গেছে দেশটির দুই লাখ একরের বেশি বনাঞ্চল।
ইবাংলা/ টিপি/১৪ সেপ্টেম্বর