সচিবের বাসায় কাজের লোক কে টিকা দিতে গেল মেডিক্যাল টিম

নিজস্ব প্রতিবেদক :

কেন্দ্রের বাইরে করোনার ভ্যাকসিন দেয়ার নিয়ম না থাকলেও মন্ত্রিপরিষদ সচিবের বাসায় গিয়ে তত্ত্বাবধায়ক ও বাবুর্চিকে টিকা দিয়েছে মেডিক্যাল টিম।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ১২টার দিকে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের বাসভবনে যান শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের একজন সহযোগী অধ্যাপক, হাসপাতালের পরিচালকের ব্যক্তিগত কর্মকর্তা মান্নান হোসাইন এবং একজন নার্স।সেখানে তারা সচিবের বাসায় কর্মরত তত্ত্বাবধায়ক ও বাবুর্চিকে করোনার টিকা দেন।

ঘটনা জানতে মেডিক্যাল টিমের সাথে যাওয়া হাসপাতালের পরিচালকের ব্যক্তিগত কর্মকর্তা মান্নান হোসাইনকে ফোন করা হলে তিনি বলেন, ‘স্যারের আদেশ মতো আমি সেখানে টিকার বক্স নিয়ে গিয়েছিলাম। তবে, বাসার ভেতরে প্রবেশ করিনি। তাই কাকে টিকা দেয়া হয়েছে তা আমার জানা নেই।’

যে গাড়িতে করে মন্ত্রিপরিষদ সচিবের বাসায় টিকা নেয়া হয় সেই গাড়িটি শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের পরিচালক নিজেই ব্যবহার করেন। গাড়ির চালকের নাম জুয়েল। এ বিষয়ে জুয়েল জানান, ভ্যাকসিন নিয়ে গেলেও তিনি বাসার ভেতরে ঢোকেননি।

সুত্র নিশ্চিত করেছে, মন্ত্রিপরিষদ সচিবের বাসার বাবুর্চি ও গৃহ তত্ত্বাবধায়ককেই এই টিকা দেয়া হয়েছে। কোনও এক কারণে তাদের টিকা নেয়ার নিবন্ধনও করা নেই।

এদিকে, নিয়মবহির্ভূতভাবে প্রভাব খাটিয়ে সচিবের বাসার কাজের লোককে টিকা দিতে একজন সহযোগী অধ্যাপককে পাঠানোর কারণে হাসপাতালের চিকিৎসকরাও ক্ষুব্ধ। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন চিকিৎসক বলেন, যে দু’জনকে টিকা দেয়া হয়েছে তারা চাইলেই হাসপাতালে এসে টিকা নিতে পারতেন। বাসার কাজের লোক রাষ্ট্রের এমন কোনও গুরুত্বপুর্ণ ব্যক্তি নন যে তাদেরকে বাসায় গিয়ে টিকা দিতে হবে।

এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এবং হাসপাতালের পরিচালক অধ্যাপক আবুল কালামকে বেশ কয়েকবার ফোন দেয়া হয়, কিন্তু কেউই সাড়া দেননি।

 

ইবাংলা/টিপি/ ১৪ সেপ্টেম্বর

Comments (0)
Add Comment