অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ

নিজস্ব প্রতিনিধি :

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) একটি রিটের শুনানিতে সব অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল সাত দিনের মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বিটিআরসি ও প্রেস কাউন্সিলকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। রিটের শুনানি শেষে বিচারপতি মুজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন বেঞ্চ এ নির্দেশ দেন। এদিন রিটকারী আইনজীবী জারিন রহমান ও রাশিদা চৌধুরী নীলু আদালতে শুনানি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট রাশিদা চৌধুরী নিলু ও ব্যারিস্টার জারিন রহমান। রিটকারী আইনজীবী ব্যারিস্টার জারিন রহমান বলেন, যারা নিবন্ধনের প্রক্রিয়ায় আছে, নিবন্ধনের জন্য অনুমোদন চেয়েছে তাদের অসুবিধা নেই। কারণ তারা নিবন্ধিত হয়নি, কিন্তু নিবন্ধনের অনুমতি নিয়েছে।

তিনি বলেন, যতটুকু বুঝেছি যারা নিবন্ধনের আবেদন করেছে, কিন্তু আবেদনটি বাতিল করা হয়নি, তারা নিবন্ধনের প্রক্রিয়ায় আছে। এই প্রক্রিয়ায় যারা থাকবে তাদের কথা আলাদা। আদালতের বন্ধের আদেশ নিবন্ধন প্রক্রিয়ায় থাকা নিউজ পোর্টালের জন্য প্রযোজ্য হবে না বলে আমি মনে করি।

এক প্রশ্নের জবাবে অ্যাডভোকেট রাশিদা চৌধুরী নিলু ঢাকা পোস্টকে বলেন, আমরা নিবন্ধিত ৯২টি অনলাইন নিউজ পোর্টালের তালিকা আদালতে দিয়েছি। এর বাইরে নিবন্ধন প্রক্রিয়ায় থাকা নিউজ পোর্টালগুলোর বিষয়ে বিবাদীরা আদালতকে জানাবেন।

গত ৫ মে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, বিটিআরসি’র চেয়ারম্যান এবং বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যানকে সংবেদনশীল সংবাদসহ যে কোনও খবর প্রকাশের ক্ষেত্রে সংবাদমাধ্যমগুলোর জন্য ‘নৈতিক নীতিমালা’ প্রণয়ন চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়। কিন্তু নোটিশের জবাব না পেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন ওই দুই আইনজীবী।

রিটে উল্লেখ করা হয়, সম্প্রতি রাজধানীতে ২১ বছরের এক মেয়ের মরদেহ উদ্ধারের ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা হয়। এ নিয়ে দেশের বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়, যা অগ্রহণযোগ্য।

কিন্তু এসব সংবাদমাধ্যমের বিরুদ্ধে বিটিআরসি কিংবা প্রেস কাউন্সিল কোনও ব্যবস্থা নেইনি। তাই অনলাইনে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্তৃক নৈতিক নীতিমালা প্রণয়ন জরুরি। এছাড়া অনিবন্ধিত নিউজ পোর্টালগুলোর রেজিস্ট্রেশন করা জরুরি।

ইবাংলা/টিপি/১৪ সেপ্টেম্বর

অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালবন্ধের নির্দেশরিটের শুনানি
Comments (0)
Add Comment