গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার চন্নাপাড়া গ্রামের হাজী নাসির উদ্দিনের বাগান থেকে অর্ধগলিত (পঁচা) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ আগস্ট) সকালে ওই লাশের সন্ধান দেয় এলাকাবাসী। খোলা জায়গায় পড়ে থাকা লাশ কাঁথা, চাদর ও রশি দিয়ে বেঁধে রাখা এছাড়াও পুরাতন টিনে জড়ানো ওই মরদেহ।
আরও পড়ুন…পেলোসি’র তাইওয়ান সফরে অনেক দেশের নিন্দা
শ্রীপুর থানা পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন গাজীপুর ঘটনাস্থলে এসে প্রাথমিকভাবে লাশটির সুরতহাল করে। স্থানীয়রা জানান, খোলা মাঠের পাশ দিয়ে চলাচলের রাস্তা থাকায় প্রচন্ড পঁচা দুর্গন্ধ শুরু হলে এলাকার মানুষ ভীড় করে। পরে পুলিশ ও কাউন্সিলর কে জানানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গতরাতের কোন একসময় লাশটি ফেলে গেছে। লাশ দেখে বুঝা যাচ্ছে এক সপ্তাহ আগে ওই নারীর মৃত্যু হয়েছে। তবে স্থানীয়রা বলছেন, গতকালকেও এখানে ছেলেরা খেলাধুলা করেছে, এখানে কিছু পড়ে থাকতে দেখা যায়নি, থাকলে গতকাল-ই বোঝা যেত।
আরও পড়ুন…জার্মানিতে বিএনপির ঈদ আনন্দ ও কর্মীসভা
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক (রাজু) জানান, এলাকাবাসীর ফোন পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। মরদেহটি বাঁধা অবস্থায় রয়েছে। দুর্গন্ধ অনেক, ঘটনাস্থল থেকে লাশটি সুরতহাল করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ইবাংলা/জেএন/৪ আগস্ট,২০২২