জবি ফিল্ম ক্লাবের নেতৃত্বে তানভীর-নেহেরু

জবি প্রতিনিধি:

আগামী এক বছরের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিল্ম ক্লাব-এর ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ০৪ আগষ্ট (বৃহস্পতিবার) ঘোষণা করা হয়েছে। জবি ফিল্ম ক্লাবের উপদেষ্টা ফিল্ম এন্ড টেলিভিশন ডিপার্টমেন্টের চেয়ারম্যান অধ্যাপক জুনায়েদ আহমেদ হালিম ও প্রভাষক শারমিন আহমেদ, সদ্য সাবেক সভাপতি মো: ওয়ায়েছ কুরুনী ও সদ্য সাবেক সাধারণ সম্পাদক, শারমিন সুলতানা রানী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।

২১ সদস্যবিশিষ্ট কমিটিতে ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের শিক্ষার্থী তানভীর আহমেদকে সভাপতি ও নেহেরু রঞ্জন সরকারকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেয়া হয়।

আরো পড়ুন  সাংবাদিককে হুমকি, জবি ছাত্রলীগের সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে জিডি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিল্ম ক্লাব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক – শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সদস্যের মাঝে চলচ্চিত্র সাক্ষরতা সম্প্রীতি গড়ে তোলার লক্ষ্যে কাজ করে আসছে। এছাড়াও বাংলাদেশ চলচ্চিত্র আন্দোলনকে বেগবান ও স্বাধীন ধারার চলচ্চিত্রের দর্শক তৈরিতে বিশ্ববিদ্যালয়ে নানা ধরনের কর্মসূচি পালন করে আসছে।

নতুন কমিটি গঠন প্রসঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিল্ম ক্লাব এর মেন্টর ও ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের শিক্ষক জনাব সামির আহমেদ বলেন, ‘ ক্লাবে যারা নিবেদিত প্রাণ কর্মী হিসেবে দীর্ঘদিন কাজ করে আসছে তাঁদেরকেই নতুন কমিটিতে পদ দেয়া হয়েছে। এক্ষেত্রে সাংগঠনিক দক্ষতা বিবেচনা করা হয়।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিল্ম ক্লাবের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক জুনায়েদ আহমেদ হালিম বলেন, ‘ স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশে চলচ্চিত্র সংসদ আন্দোলনই মূলত স্বাধীন ধারার চলচ্চিত্রের বিকাশে ভূমিকা রেখেছে। তোমরা যারা সাংগঠনিক দায়িত্ব পেয়েছো অবশ্যই সততা, নিষ্ঠা ও স্বতঃস্ফূর্ততার সাথে কাজ করবে, যাতে বিশ্ববিদ্যালয়ে সকলের মাঝে চলচ্চিত্র সচেতনতা বৃদ্ধি পায়।’

নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে আছেন মৈত্রী বাড়ৈ, আবিদুল ইসলাম অমিত, এবং জুবাইরিয়া বিনতি, যুগ্ন সাধারণ সম্পাদক: আফিফা আক্তার, ইমাদ আলভী ফারাবী রােদশী ইসলাম।

সাংগঠনিক সম্পাদক: সাদমান শিহির অথর্সম্পাদক: আরাফাত ওয়াহিদ, সাংস্কৃতিক সম্পাদক: জায়েদ বিন আশরাফ, সহ- সাংস্কৃতিক সম্পাদক: তন্ময় অঞ্জন সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক: শারমিন ইসলাম প্রিয়া, দপ্তর সম্পাদক: শাহ সাকিব সােবহান, জনসংযােগ সম্পাদক: আদনান মাহমুদ সৈকত অনুষ্ঠান ও কমর্শালা বিষয়ক সম্পাদক: তাফানুন অণিয়া অরিন। পাঠচক্র ও গবেষণা বিষয়ক সম্পাদক: আরএস সৈকত তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক: মাে: সােলাইমান খান, কার্যনির্বাহী সদস্য: শুভ্র সাকীফ, মিহিমা আফরােজ, লিপি মারমা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিল্ম ক্লাবের নবনির্বাচিত সভাপতি তানভীর আহমেদ বলেন- সম্মানিত উপদেষ্টা মণ্ডলী আমাদের যে দায়িত্ব দিয়েছেন আমরা তা যথাযথ ভাবে পালন করবার চেষ্টা করবো। সেই সাথে বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র সংশ্লিষ্ট নানা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সকলের মাঝে চলচ্চিত্র সচেতনতা সৃষ্টি করতে চাই।

আরো পড়ুন জবি ইনোভেটর্স উইন্ডোর সভাপতি অমৃত, সম্পাদক এনামুল

নবনির্বাচিত সাধারণ সম্পাদক নেহেরু রঞ্জন সরকার বলেন- সকলের সহযোগিতা নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিল্ম ক্লাবকে এগিয়ে নিতে চাই নানা কর্মসূচির মাধ্যমে।

 

ইবাংলা/জেএন/৪ আগস্ট২০২২

জবি