জবির সোশ্যাল ওয়ার্ক ডিবেটিং ক্লাবের নেত্বতে আল-আমিন ও আসিফ

জবি প্রতিনিধি

আগামী এক বছরের জন্য সোশ্যাল ওয়ার্ক ডিবেটিং ক্লাবের কার্যনির্বাহী কমিটির অনুমোদন দিয়েছে সমাজকর্ম বিভাগ। নতুন কমিটিতে আল আমিন কে সভাপতি ও মোঃ মোর্শেদ হাসান আসিফ কে সাধারণ সম্পাদক হিসেবে অনুমোদন দেয়া হয়।

সমাজ কর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রাজিয়া সুলতানা ও সহকারী অধ্যাপক মোঃ রেজাউল করিম এর স্বাক্ষর সংবলিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন সমাজ কর্ম বিভাগের সহকারী অধ্যাপক ও সোশ্যাল ওয়ার্ক ডিবেটিং ক্লাবের মডারেটর জনাব মোঃ রেজাউল করিম।

আরোও পড়ুন…জবি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে রনি-নুর

জবির সোশ্যাল ওয়ার্ক ডিবেটিং ক্লাব দীর্ঘদিন ধরে অত্যন্ত সুনামের সাথে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ক্লাবটির অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের জন্য বিতর্ক চর্চা নিশ্চিত করা। বিতর্ক চর্চার পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও বুদ্ধিভিত্তিক কার্যক্রমে শিক্ষার্থীদের উৎসাহিত করা। বিতর্ক চর্চার মাধ্যমে শিক্ষার্থীদেরকে একজন দক্ষ ও বিচক্ষণ ব্যক্তি হিসেবে গড়ে তোলা।

সমাজ কর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রাজিয়া সুলতানার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “সংগঠনটি জবির কেন্দ্রীয় কমিটির প্রভাব মুক্ত থেকে সমাজ কর্মের শিক্ষার্থীদের মান উন্নয়নে ভূমিকা পালন করবে। শিক্ষার্থীদের দক্ষ, বিচক্ষণ,মাদকমুক্ত ও নোংরা রাজনীতির প্রভাব মুক্ত একটি সুন্দর যুব সমাজ গড়ে তোলাই সংগঠনটির প্রধান লক্ষ্য”।

কমিটির অন্যান্য সদস্যরা হলো ইয়াসমিন আক্তার ইভা(সহ সভাপতি),ওমর ফারুক প্রিন্স(সহ সভাপতি),স্মৃতি রানী রায়(সহ সভাপতি),মোঃ মেহেদী হাসান(যুগ্ম সাধারণ সম্পাদক),আফরিন হোসাইন আঁখি(যুগ্ম সাধারণ সম্পাদক),নয়ন হোসাইন(যুগ্ম সাধারণ সম্পাদক),সাবিকুন নাহার আয়েশা(যুগ্ম সাধারণ সম্পাদক),মোখলেসুর রহমান(সাংগঠনিক সম্পাদক),নাহিদ হাসান রাসেল(সাংগঠনিক সম্পাদক),রুবাইয়া রায়হান(সাংগঠনিক সম্পাদক),হাসিব শিকদার(দপ্তর সম্পাদক),মোছাঃ ইসরাত জাহান(অর্থ সম্পাদক),কে. এম. জাবের নোমান(প্রচার সম্পাদক),উম্মে ইফ্ফাত ফিয়া(প্রশিক্ষণ ও কর্মশালা সম্পাক),রামিছা রিফা মায়মা(তথ্য ও গবেষণা সম্পাদক),লুৎফুন নাহার লিজা(কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক), শাহরিয়ার হোসেন(প্রেস ও মিডিয়া সম্পাদক),মূর্ছুনা চৌধুরী (সাংস্কৃতিক সম্পাদক), মোঃ আরিফুল ইসলাম(প্রকাশনা সম্পাদক)। এছাড়া আরও ১৪ জনকে কার্যনির্বাহী সদস্য হিসাবে অনুমোদন দেওয়া হয়েছে।

ইবাংলা/আরএস/৫ আগস্ট,২০২২

জবি