ইভ্যালির সিইও-চেয়ারম্যানকে আদালতে তোলা হবে আজ

নিজস্ব প্রতিবেদক :

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল এবং চেয়ারম্যান, তার স্ত্রী শামীমা নাসরিনকে আজ আদালতে তোলা হতে পারে বলে জানিয়েছে র‌্যাব।

বৃহম্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকালে মামলার পর বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে বাসায় দেড় ঘণ্টা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‍্যাব। এরপর তাদের নেয়া হয়েছে র‌্যাব সদর দফতরে।

মার্চেন্টদের প্রায় দু’শো কোটি এবং গ্রাহকদের কাছে ৩শ’ ১১ কোটি টাকা দেনা রয়েছে ই-ভ্যালির। এই পাওনা টাকার সুরাহা আদালত করবে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এই ২১শে অক্টোবরের মধ্যে ইভ্যালির বিরুদ্ধে হওয়ার মামলার প্রতিবেদন দেয়ার নির্দেশ দিয়েছে আদালত।

আলোচিত ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও ভোক্তা ঠকানোর বেশ কিছু অভিযোগ উঠেছে। সবশেষ মঙ্গলবার এই অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে হস্তান্তরের সুপারিশ করেছে সরকারের ই-কমার্স বিশেষজ্ঞ কমিটি।

এর আগে, বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে জানানো হয় গ্রাহকদের কাছে ইভ্যালির দেনার পরিমাণ ৪০৩ কোটি টাকা। আর প্রতিষ্ঠানটির চলতি সম্পদের পরিমাণ মাত্র ৬৫ কোটি টাকা।

আরো ৯টি ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। বুধবার বিকেলে বৈঠক শেষে বিষয়টি জানিয়েছেন, বাণিজ্য মন্ত্রণালয়ের বিশ্ব বাণিজ্য সংস্থা সেলের মহাপরিচালক ও ডিজিটাল ই-কমার্স সেলের প্রধান হাফিজুর রহমান।

ইই

আদালতেইভ্যালিচেয়ারম্যান
Comments (0)
Add Comment