ইহুদিবাদী দেশটির সেনাবাহিনী জানিয়েছে ৫৬ ঘণ্টায় ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামীরা ইসরাইলে প্রায় এক হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে । এক বিবৃতিতে তারা বলেছে, গত রোববার রাত সাড়ে ১১টায় ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলন ইসরাইলে প্রায় এক হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগ পর্যন্ত । এই খবর টাইমস অব ইসরাইলের। ইসরাইলি গণমাধ্যমগুলো লিখেছে, ইসরাইলের জন্য কলঙ্কজনক পরাজয় ডেকে এনেছে গাজায় সাম্প্রতিক হামলা ।
আরও পড়ুন…বিশ্বজুড়ে করোনায় কমেছে শনাক্ত বেড়েছে মৃত্যু
গাজায় হামলার নিন্দা জানিয়ে পত্রিকাগুলো লিখেছে, ইসরাইলিদের জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছিল এই হামলার পর । আহ্বান জানানো হয়েছে ইসরাইলকে তার নীতিতে পরিবর্তন আনার ।এছাড়া পত্রিকাটি দখলদার ইসরাইলকে পরামর্শ দিয়েছে গাজায় নির্মাণ সামগ্রী প্রবেশের অনুমতি দিতে। কয়েকটি শর্তে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলন ।
আরও পড়ুন…আজ পবিত্র আশুরা
এর এটি হলো অবরোধ শিথিল করতে হবে এবং গাজার সব ক্রসিং পয়েন্ট খুলে দিতে হবে। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী গাজায় জ্বালানি প্রবেশ করতে পারবে সোমবার থেকে ক্রসিং পয়েন্টগুলো দিয়ে ।
ইবাংলা/তরা/৯ আগস্ট ২০২২