আছেফুলবাড়ীতে ফিটনেস সেন্টার (জ্বীম)এরমোঃ আফজালসেন ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধিফুলবাড়ি উপজেলায় ফিটনেস সেন্টার জিম এর শুভ উদ্বোধন। এইপ্রথম ফুলবাড়ীতে সাধারণ মানুষের শারিরীক সুস্থতার দিকবিবেচনা করে জ্বীম হাউসের উদ্যোগ গ্রহন করেন এবং গতকালমঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় ঐ প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করেন।এই জ্বীম হাউসের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা রনজিত
আরও পড়ুন…মধুপুরে গারো-কোচ সম্প্রদায়ের আদিবাসী দিবস উদযাপন
চক্রবর্তী।সকাল ১১ ঘটিকায় ফুলবাড়ি ব্রীজের পূর্ব পাশে বাশারমার্কেটের ২য় তলায় উক্ত জ্বীম হাউসের উপকরন স্থাপন করেন। উক্তউদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে
জ্বীম হাউসের শুভ উদ্বোধন করেন, ফুলবাড়ি উপজেলার সুযোগ্যচেয়ারম্যান ও বিশিষ্ট্য ব্যবসায়ী মোঃ আতাউর রহমান মিল্টন, বিশেষঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ি উপজেলা নির্বাহীঅফিসার মোঃ রিয়াজ
উদ্দিন।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যানআতাউর রহমান মিল্টন ফুলবাড়ি উপজেলার যুবকদের মাদক সহ সকলঅপকর্মকে না বলে জ্বীমে কসরতে মনোনিবেশ করার জন্য আহবান
জানান।এছাড়া ফুলবাড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দীনজ্বীমে অনুশীলনের সুফল সম্পর্কে তার বক্তব্যে আলকপাত করেন।ফুলবাড়ি জ্বীম হাউসের পরিচালক অনুপ চক্রবর্তী এবং সার্বিকতত্বাবধায়কপ্রবির গাঙুলী উপস্থিত ছিলেন। এ সময় শতাধিকযুবক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রিন্ট মিডিয়ারসাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
ইবাংলা/বায়েজীদ/৯আগস্ট,২০২২