সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

ইবাংলা প্রতিবেদন

৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ।বৃহস্পতিবার  (১১ আগস্ট) সকালে আবহাওয়া অধিদফতরের সর্বশেষ আবহাওয়া পরিস্থিতি নিয়ে এক বার্তায় সতর্ক সংকেত দেয়ার বিষয়টি নিশ্চিত করেন। সতর্কবার্তায় বলা হয়েছে, ভারতের ছত্তীসগঢ় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে লঘুচাপ আকারে ভারতের মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

আরও পড়ুন…আজ থেকে পরীক্ষামূলক ভাবে ৫-১১ বছরের শিশুদের করোনা টিকা দেওয়া শুরু

এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপ পার্থক্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।আরও বলা হয়, এর প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি,

আরও পড়ুন…অনিয়ম-দুর্নীতির সংবাদ সংগ্রহকালে হামলা কণ্ঠরোধের অপপ্রয়াস:টিআইবি

পিরোজপুর বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজার এবং তাদের কাছাকাছি দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চলের নদ-নদীর পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে ২-৪ ফুট বৃদ্ধি পেয়ে জলোচ্ছ্বাসের শঙ্কা রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

ইবাংলা/তরা/১১আগস্ট,২০২২

৩ নম্বর সতর্ক সংকেতসতর্ক সংকেত দেওয়া হলো