বিশ্বের মানুষ উন্নয়নের মাধ্যমে উন্নত জীবন পেতে আগ্রহী: সি চিন পিং

আন্তর্জাতিক ডেস্ক:

চীনা প্রেসিডেন্ট সি চিন পিং বলেছেন, উন্নয়ন মানবসমাজের চিরন্তন বিষয় এবং বিশ্বের সকল দেশের সকল মানুষ উন্নয়নের মাধ্যমে তাদের জীবন উন্নত করতে আগ্রহী। তিনি ১২ আগস্ট গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ এক্সচেঞ্জ কনফারেন্সের আন্তর্জাতিক সিভিল সোসাইটি জয়েন্ট ইমপ্লিমেন্টেশনকে পাঠানো এক শুভেচ্ছাবার্তায় এ মন্তব্য করেন।

শুভেচ্ছাবার্তায় প্রেসিডেন্ট সি বলেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক উন্নয়ন একাধিক কারণে নেতিবাচকভাবে প্রভাবিত হচ্ছে এবং টেকসই উন্নয়নের জন্য জাতিসংঘের ‘এজেন্ডা ২০৩০’ বাস্তবায়নও বাধাগ্রস্ত হচ্ছে।

আরও পড়ুন…কোল্ডকর্নার দোকানের আড়ালে ফেনসিডিল ব্যবসা:র‌্যাবের হাতে মাদককারবারি গ্রেফতার

অসুবিধা ও চ্যালেঞ্জের মুখে সবাইকে দৃঢ় আস্থা ও সংহতি বজায় রাখতে হবে, মহামারীর বিরুদ্ধে অটলভাবে লড়াই চালিয়ে যেতে হবে, উন্নয়নের জন্য সমন্বিত প্রচেষ্টা চালাতে হবে, এবং টেকসই উন্নয়নের জন্য জাতিসংঘের ‘এজেন্ডা ২০৩০’-কে আন্তরিকভাবে বাস্তবায়ন করতে হবে। আর এভাবেই বিশ্বের সকল দেশের মানুষ সুন্দর জীবন ও সুন্দর সমাজ পেতে পারে।

প্রেসিডেন্ট সি বলেন, আন্তর্জাতিক সমাজের উচিত উন্নয়নের ব্যাপারে দৃঢ় ঐকমত্য গড়ে তোলা, উন্নয়নের জন্য উপযোগী একটি আন্তর্জাতিক পরিবেশ তৈরি করার চেষ্টা করা, বৈশ্বিক উন্নয়ন-প্রক্রিয়ায় নতুন গতি সঞ্চার করা, এবং উন্নয়নের জন্য বৈশ্বিক অংশীদারিত্বের সম্পর্ক গড়ে তুলতে হাতে হাত মেলানো।

সি আরও বলেন, চীন টেকসই উন্নয়নের জন্য জাতিসংঘের ‘এজেন্ডা ২০৩০’ বাস্তবায়নের প্রচেষ্টা ত্বরান্বিত করতে এবং মানবজাতির অভিন্ন সমৃদ্ধি ও উন্নয়নের এক নতুন যুগের সূচনা ঘটাতে সকল পক্ষের সঙ্গে কাজ করে যেতে ইচ্ছুক। সূত্র:সিএমজি।

ইবাংলা/জেএন/১২আগস্ট,২০২২

পেতে আগ্রহী: সি চিন পিং