সোনালী চাকমা পাশে দাড়ালেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ বিশ্বাস

খাগাড়ছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে বহু আলোচিত সোনালী চাকমা পাশে দাড়ালেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ বিশ্বাস । খাগড়াছড়ি জেলা সদরের ভাইবোন ছড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পাকুজ্যাছড়িড় গ্রামের বাসিন্দা সোনালি চাকমা। অভাব-অনটনের সংসারে ছেলেকে ঠিকমতো খাবার ও ভরণপোষণ দিতে না পারার কারণে অতিষ্ঠ হয়ে নিজের ছেলেকে বিক্রি করার জন্য বাজারে তুলেছিলেন।

তবে তার এমনি সিদ্ধান্তে হতবাক স্বজন ও স্থানীয়রা। এমন খবরটি পেয়ে খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস নিজ কার্যালয়ে ডেকে এনে রবিবার সকালে প্রধান মন্ত্রী উপহার হিসেবে একটি সরকারি ঘর ও ১ লাখ টাকা দিয়েছেন।

সোনালী চাকমা মানসিক রোগ আছে কিনা মেডিক্যাল চেকআপ করা হবে, যদি প্রতিবন্ধী হয়ে থাকে তাহলে প্রতিবন্ধী ভাতাও পাবেন তিনি এই টুকু আশ^াস দিয়েছেন জেলা প্রশাসক। তাছাড়া রামকৃষ্ণকে পড়ালেখা ব্যাপারে সরকারি শিশু পরিবার ব্যবস্থা গ্রহণে দায়িত্ব দিয়েছেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার, খাগড়াছড়ি সমাজ সেবা বিভাগের উপপরিচালক মো. মনিরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি জীতেন বড়–য়া, সাংবাদিক ইউনিয়নে সভাপতি প্রদীপ চৌধুরী, ৫ নং ভাইবোন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুজন চাকমাসহ অনেকেই উপস্থিত ছিলেন। বিপ্লব তালুকদার খাগড়াছড়ি: কোডনং ১৫

ইবাংলা/জেএন/১৪ আগস্ট,২০২২

প্রতাপ চন্দ বিশ্বাস