কক্সবাজারে নির্বাচনী সহিংসতায় নিহত ২, ভোটগ্রহণ স্থগিত

ডেস্ক প্রতিবেদন :

নির্বাচনী সহিংসতায় কক্সবাজারের মহেশখালী ও কুতুবদিয়ায় দুইজন নিহত হয়েছেন। ইউপি নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে সোমবার (২০ সেপ্টেম্বর ) সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর ২টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছে।

মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নে ভোটকেন্দ্রে বেলা ১১টার দিকে গোলাগুলিতে আবুল কালাম নামে একজন নিহত হন। এ সময় আরও চারজন গুলিবিদ্ধ হয়েছেন। অপরদিকে কুতুবদিয়া বড়ঘোপ ইউনিয়নের ৫ নং ওয়ার্ড়ের পিলটকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হন আবদুল হালিম (৩০) নামে আরো একজন ।

নিহত আবদুল হালিম (৩০) বড়ঘোপ ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এবং আবুল কালাম (৪০) স্বতন্ত্র ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোশাররফ হোসেন খোকনের সমর্থক।

ইবাংলা / ২০ সেপ্টেম্বর

ইউপি নির্বাচনকক্সবাজারনিহতসহিংসতা
Comments (0)
Add Comment