আইইবিতে জাতীয় শোক দিবস উদযাপন

ইবাংলা ডেস্ক :

বাংলাদেশের ইঞ্জিনিয়ারদের একমাত্র জাতীয় প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর সদর দফতর, ঢাকা কেন্দ্র এবং ইআরসির যৌথ উদ্যোগে আজ (১৫ আগষ্ট, সোমবার) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উদযাপিত হয়।

জাতীয় শোক দিবস উপলক্ষে সকালে আইইবির প্রেসিডেন্ট প্রকৌশলী নূরুল হুদার নেতৃত্বে ধানমণ্ডি ৩২ নাম্বারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে আইইবি চত্ত্বরে গরীব ও দু:স্থদের মাঝে খাবার বিতরণ শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়৷

আরও পড়ুন…ওবায়দুল কাদেরের এলাকায় শোক দিবসে আ.লীগের দুই গ্রুপের পৃথক কর্মসূচি পালন

দোয়া মাহফিলে কেন্দ্রীয় কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হোসাইন, মো. নূরুজ্জামান, খন্দকার মনজুর মোর্শেদ, এস. এম. মনজুরুল হক মঞ্জু, সম্মানী সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শীবলু,সহকারী সাধারণ সম্পাদক প্রতীক কুমার ঘোষ, শেখ তাজুল ইসলাম তুহিন, মো. আবুল কালাম হাজারী ও মো. রনক আহসান।

ইআরসি এর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর, সাধারণ সম্পাদক খান আতাউর রহমান সান্টু, আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান মোঃ আবুল হোসেন, সম্পাদক কাজী খায়রুল বাশারসহ বিভিন্ন সরকারি,আধা সরকারি,বেসরকারি,স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন৷

ইবাংলা/জেএন/১৫ আগস্ট,২০২২

দিবস উদযাপন