৩০ ভাগ সমন্বয় করে পুনঃনির্ধারণ নৌযানের যাত্রীভাড়া

ডেস্ক রিপোর্ট

জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের পরিপ্রেক্ষিতে নৌযানের যাত্রীভাড়া শতকরা ৩০ ভাগ বৃদ্ধি করে পুনঃনির্ধারণ করা হয়েছে। যা (১৬ আগস্ট) মঙ্গলবার থেকে কার্যকর করা হবে । নৌপরিবহন মন্ত্রণালয় থেকে মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা করেছে ।

আরও পড়ুন…জাতীয় শোক দিবস উপলক্ষে এতিমখানা, মসজিদ, মাদরাসায় চাউল বিতরণ

শতকরা ৩০ ভাগ ভাড়া বৃদ্ধির ফলে ১০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বের জন্য জনপ্রতি যাত্রীভাড়া প্রতি কিলোমিটারে হবে ৩ টাকা।

১০০ কিলোমিটারের অধিক দূরত্বের জন্য প্রতি কিলোমিটারের যাত্রীভাড়া হবে ২ দশমিক ৬০ টাকা। জনপ্রতি যাত্রীভাড়া সর্বনিম্ন ৩৩ টাকা পুনঃর্নির্ধারণ করা হয়েছে।

২০২১ সালে নৌযানে যাত্রীভাড়া পুনঃনির্ধারণের ফলে বর্তমানে ১০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বের জন্য প্রতি কিলোমিটারের যাত্রীভাড়া রয়েছে ২ দশমিক ৩০ টাকা।

১০০ কিলোমিটারের অধিক দূরত্বের জন্য প্রতি কিলোমিটারের যাত্রীভাড়া রয়েছে ২ টাকা। সর্বনিম্ন ভাড়া ২৫ টাকা। এর আগে ২০১৩ ও ২০১২ সালে নৌযানের যাত্রীভাড়া পুনঃনির্ধারণ করা হয়।

ইবাংলা/জেএন/১৬ আগস্ট,২০২২

নৌযানের যাত্রীভাড়া