মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগে ভর্তি হলেন চিত্রনায়িকা দীঘি

বিনোদন ডেস্ক:

চিত্র নায়িকা দিঘি মূলত বিজ্ঞানের একজন মেধাবী ছাত্রী ছিলেন। ছোট বেলা থেকে ইচ্ছা ছিল প্রকৌশলী হওয়ার। কিন্তু নাট্য আর সিনেমা জগতের অভিনয়ের কারণে শেষ পর্যন্ত ভর্তি হলেন মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগে।

ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগে ভর্তি হলেন চিত্রনায়িকা দীঘি। মঙ্গলবার সকালে তাঁর নিজের ফেসবুক পেজে এ খবর দিয়েছেন তিনি। সেপ্টেম্বর মাসের শেষের দিকে ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।

এ ব্যাপারে দীঘির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আজ সকালেই ভর্তি হয়েছি। সেপ্টেম্বরের শেষের দিকে ক্লাস শুরু হবে।’

বিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলেন দীঘি। তাই আগে ইচ্ছা ছিল প্রকৌশলী হবেন। পরে সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। দীঘি বলেন, ‘ভাবলাম, ছোটবেলা থেকে মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। মিডিয়াসম্পর্কিত কোনো বিষয়ে পড়াশোনা করতে পারলে এই পেশাকে আরও শক্তিশালী করা যাবে। তা ছাড়া লেখালেখির একটু অভ্যাস আছে। সব মিলিয়ে ভর্তি হলাম।’

দীঘি আরও বলেন, ‘এখানে পড়াশোনা করলে যে শুধু সাংবাদিকতা শেখা যাবে, তা নয়। সিনেমা সম্পর্কে জ্ঞান অর্জনের সুযোগ আছে এখানে। অভিনয়ও জানা ও শেখা যাবে। নিজের পছন্দে এই বিভাগে ভর্তি হলাম, বাসায়ও সবাই খুশি।’
মিডিয়ায় কাজের ব্যস্ততার কারণে নিয়মিত ক্লাস করতে না পারলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সমস্যা করবে না?

জানতে চাইলে দীঘি বলেন, ‘আমি সব কথা বলে নিয়েছি কর্তৃপক্ষের সঙ্গে। তারপর ভর্তি হয়েছি। সেই সুযোগ কিছুটা আমাকে দেবেন তাঁরা।’

রাজধানীর একটি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি সম্পূর্ণ করেছেন এ চিত্রনায়িকা। ‘তুমি আছ তুমি নেই’ ও ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ নামে নায়িকা দীঘির দুটি সিনেমা মুক্তি পেয়েছে। সর্বশেষ চরকিতে প্রচারিত তাঁর প্রথম ওয়েব ফিল্ম ‘শেষ চিঠি’-তে অভিনয় করে প্রশংসা পান দীঘি। ভবিষ্যতে ফিল্ম ইন্ডাস্ট্রিতে দর্শকের ভালবাসা নিয়ে আরো সফলভাবে অভিনয় করবেন এটাই দিঘীর স্বপ্ন।

ইবাংলা/জেএন/১৬ আগস্ট,২০২২

ভর্তি হলেন চিত্রনায়িকা দীঘি