বড়পুকুরিয়া সুন্দরী মোড় স্থানে দাদন ব্যবসায়ী আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে এলাকাবাসীর ঘন্টাব্যাপি মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি।

ফুলবাড়ী উপজেলার সংলগ্ন পার্বতীপুর উপজেলার ৯নং হামিদপুর ইউনিয়নের সুন্দরীর মোড়সড়পুকুরিয়া এলাকায় দাদন ব্যবসায়ী মামলাবাজ, নারী অপহরণকারী ও চেক জালিয়াতির হোতা আনোয়ারুল ইসলামের বিচারের দাবিতে এলাকাবাসীর ঘন্টাব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত।

গতকাল বৃহস্পতিবার সকাল এগারোটায় পার্বতীপুর উপজেলার ৯নং হামিদপুর ইউনিয়নের সুন্দরীর মোড় বড়পুকুরিয়া এলাকায় বড়পুকুরিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল কাদেরের নেতৃত্বে ও ভূক্তভোগী এলাকাবাসীর সহযোগীতায় দাদন ব্যবসায়ী পলাশবাড়ী গ্রামের মোঃ জাকির হোসেনের পুত্র আনোয়ারুল ইসলামের বিচারের দাবিতে সুন্দরীমোড় নামক স্থানে ঘন্টাব্যাপি মানববন্ধন করেন।

আরও পড়ুন…বঙ্গবন্ধু ছিলেন সাহসী ও উদার মনের মানুষ

মানব বন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বড়পুকুরিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের তিনি বলেন- মোঃ আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে এলাকাবাসীর গুরুতর অভিযোগ রয়েছে, সে এলাকার মানুষকে অতিষ্ঠ করে ছেড়েছে এলাকার প্রায় বিশ থেকে বাইশ জনের বিরুদ্ধে দাদন ব্যবসায়ী আনোয়ারুল ইসলাম হয়রানী মুলক আদালতে মামলা করেন।

এই মামলা করার কারণে সাধারণ খেটে খাওয়া মানুষগুলো মামলা চালাতে হিমশিম খাচ্ছেন, অসহায় লোকেরা তার নিকট টাকা নেওয়ার পর নিজের ইচ্ছামত টাকার অংক বসিয়ের টাকার দাবি করেন। টাকা দিতে না পারলে ঐ ব্যাক্তির বিরুদ্ধে থানায় ও আদালতে হয়রানি মুলক মিথ্যা মামলা ঠুকে দেন।

এই ঘটনায় অতিষ্ঠ হয়ে প্রশাসনের নিকট ন্যায় বিচারের দাবিতে ভুক্ত ভোগীরা মানব বন্ধন করতে বাধ্য হন। মাদক ও দাদন ব্যবসায়ী আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে পার্বতীপুর থানায় ও আদালতে একাধিক মামলা রয়েছে। একই কথা বলেন ৯নং হামিদপুর ইউপির ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ তাইজুল ইসলাম।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোছাঃ নার্গীস বেগম, মোঃ মজমুল হক (প্রতীবন্ধী), ইটভাটার মালিক মোঃ আবুল কালাম আজাদ, পাতিগ্রাম যুব সমাজের নেতা মোঃ রতনসহ মানববন্ধনে এলাকার পাঁচশতাধিক স্থানীয় জনগন ও ভূক্তভোগীরা অংশ নেন। এ সময় সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

ইবাংলা/জেএন/১৮ আগস্ট,২০২২

এলাকাবাসীর ঘন্টাব্যাপি মানববন্ধন