শ্রী কৃষ্ণের জন্মাষ্ঠমী উপলক্ষ্যে যুবকদের নিয়ে দধি-কাদো খেলার উৎসব অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি

প্রতিবছরের মতো এবারেও মহাবতার ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব উপলক্ষ্যে শত শত ভক্তবৃন্দের উপস্থিতিতে অনষ্ঠিত হল এলাকার ঐতিহ্যবাহী দধি-কাদো খেলা উৎসব। দিনাজপুর সদর উপজেলার ৫নং শশরা ইউনিয়নের কাউগাঁ রাজাপুকুর এলাকার হরিমনি দ্যাস্যার দেবোত্তর এস্টেট কমিটির আয়োজনে প্রতিবছরের মতো এবারেও দুই দিন ব্যাপী শ্রী কৃষ্ণের জন্মাষ্ঠমী উপলক্ষ্যে পূজা-অর্চনা।

আরও পড়ুন…তারেক কানেকশন : আওয়ামী লীগে ভর করে হাশেম রেজার অস্বাভাবিক উত্থান

যুবকদের নিয়ে দধি-কাদো খেলার উৎসব অনুষ্ঠিত হয় এবং এলাকাবাসী ও বিভিন্ন স্থান হতে আগত ভক্তবৃন্দদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। দধি-কাদো খেলা উৎসবের উদ্বোধন করেন হরিমনি দ্যাস্যার দেবোত্তর এস্টেট কমিটির সভাপতি ও সেবাইত নবকুমার সাহা।

স্বাগত বক্তব্য রাখেন এস্টেটের সাধারণ সম্পাদক ভবেশ চন্দ্র রায়। শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ- সভাপতি টিটন মহন্ত, কোষাধ্যক্ষ সঞ্জিৎ কুমার রায়, উপদেষ্টা শ্রী রণজিৎ কুমার রায়, মদন চন্দ্র দাস ও জেলা লিগ্যাল এইড অফিসার দিনাজপুর কর্তৃক ৭ সদস্য বিশিষ্ট এস্টেট দেখাশুনার জন্য কমিটির স্থানীয় সদস্য জ্যেতিস চন্দ্র রায়।

বক্তারা বলেন, দধি-কাদো খেলার বিষয় হলো একটি পিচ্ছল লম্বা বাঁশের আগালে অনেকগুলো নারিকেল, কলা ও দক্ষিণা স্বরূপ কিছু টাকা বেধে দেওয়া হয়। যুবকেরা উক্ত পিচ্ছল বাঁশে উঠে নারিকেল ও প্রসাদ নিয়ে নামে এবং সকল যুবকেরা সেগুলো ভাগাভাগি করে খায়। এটা জন্মাষ্ঠমীর একটি ঐতিহ্যবাহী খেলার উৎসব। এখানে প্রতিবছর প্রায় সব ঠাকুরের পূজা উৎসব হয়ে থাকে হরিমনি দ্যাস্যার দেবোত্তর এস্টেটের মাধ্যমে।

ইবাংলা/জেএন/২১ আগস্ট,২০২২

উৎসব অনুষ্ঠিত